Rath Yatra 2022: ৩০০ বছর প্রাচীন রথ, জগন্নাথদেব নন, অন্য দেবতা চড়েন রথে!
- Published by:Pooja Basu
Last Updated:
Howrah News: রাত পার হলেই রথের দড়িতে পড়বে টান, ৩০০ বছর প্রাচীন রথের প্রস্তুতি গ্রামীণ হাওড়া আমতা আমরাগড়ী রায় বাড়িতে।
#হাওড়া: রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। কোভিডের জাঁতাকলে গত দু'বছর নিয়ম মেনে রথের দড়িতে টান পড়লেও মেলা বা অনুষ্ঠান সে ভাবে হয়নি। তাই এবার রথের সাজো সাজো রব। সেই ছবিই ধরা পড়ল গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের অমরাগড়ী রায় বাড়িতে। অমরাগড়ী রায় বাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ৩০২বছর পেরিয়ে ৩০৩ বছরে পদার্পণ করল।
আরও পড়ুন Birbhum News : মাত্র ৩০ টাকায় ঘুরে গেল ভাগ্যের চাকা! ১ ঘণ্টার মধ্যেই চপ বিক্রেতা হলেন কোটিপতি!
advertisement
প্রাচীন রথযাত্রাকে ঘিরে এখন রায়বাড়ি জুড়ে উৎসবের পরিবেশ। রথ নতুন রঙ ও সাজে সাজানোর কাজ শুরু হয়েছে। রায় বাড়ি সূত্রে জানা গেছে, ১১২৬ সালের ১৫ ই বৈশাখ অমরাগড়ী গজলক্ষ্মী মাতা এস্টেট গড়ে ওঠে। সেই থেকেই চালু হয় রথযাত্রা উৎসব।এখানে রথে জগন্নাথ, সুভদ্রা বলরামকে দেখা যায় না৷ এখানে রথে চড়েন রায় বাড়ির কূলদেবতা রঘুনাথ জিউ। রথের ঘর থেকে রথের রশিতে টান পড়ে। রথ গিয়ে পৌঁছায় কয়েকশো মিটার দূরে মেলাপ্রাঙ্গণে।
advertisement
আরও পড়ুন Red Alert |Weather Update: লাগাতার বৃষ্টি জেলা জুড়ে, জারি লাল সতর্কতা জলপাইগুড়ি শহরে নামাল বোট
রায় বাড়ির অন্যতম সদস্য সৌরভ রায় জানান, "রথযাত্রা আমাদের বাড়ির অন্যতম উৎসব। গত দু'বছর কোভিডের জেরে মেলা বন্ধ ছিল। তাই এবার রথের মেলার অপেক্ষায় মানুষ।" তিনি জানান, তিনশো বছরেরও বেশি প্রাচীন এই রথটি এখনও অব্ধি মোট তিনবার সংস্কার করা হয়েছে। অমরাগড়ী তো বটেই আশপাশের আরও বেশ কয়েকটি গ্রামের বহু মানুষ মেলায় ভিড় জমান। নিয়ম মেনে উল্টোরথও সাড়ম্বরে পালিত হয়। আর একটা দিন পরেই তিনশো তিন বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে ঘিরেই মেতে উঠবে অমরাগড়ী গ্রাম। তারই শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে আমতা আমরাগড়ী রায় বাড়িতে।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
June 30, 2022 2:59 PM IST