Howrah News: আতপ চাল গুঁড়ো দিয়েই কালী মূর্তি! নিজে হাতে বানিয়ে তাক লাগাল খুদে
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
Last Updated:
এবার চাল গুঁড়ো দিয়ে কালী প্রতিমা তৈরি করে তাক লাগিয়েছে স্কুল পড়ুয়া অর্ঘ্য
হাওড়া: এবার চাল গুঁড়ো দিয়ে কালী প্রতিমা তৈরি করে জেলায় তাক লাগিয়েছে স্কুল পড়ুয়া অর্ঘ্য। সাধারণত পুজোয় মাটির প্রতিমা মণ্ডপে মণ্ডপে পুজো হয়ে থাকে। তবে দর্শকদের আনন্দ দিতে বা শিল্পী সৃষ্টির নেশায় ব্যতিক্রমী এমন ঘটনা ঘটে।
এবারের লক্ষ্মী পুজোয় বাগনানে সন্দেশের লক্ষ্মী প্রতিমা যা জেলায় দারুণ ভাবে সাড়া ফেলে। তারপর জেলায় খুদের হাতে এই চাল গুঁড়োর কালী মূর্তি তৈরি রীতিমতো হৈ হৈ কান্ড। বাগনান চন্দ্রপুর তাঁতী পাড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্ঘ্য বিশ্বাস। এই চাল গুঁড়োর কালী বিগ্রহটি তৈরি করেছেন।
advertisement
advertisement
যে বিষয়টি সব থেকে অবাক করার মতো তা হল, আতপ চাল নিজে হাতে সিলে বেটে গুঁড়ো করছে অর্ঘ্য। সেই চালের গুঁড়োর সঙ্গে সরু লোহার তার ব্যবহার করে সম্পূর্ণ মূর্তিটি তৈরি হয়েছে। ৪০০ টাকা খরচ এবং প্রায় তিন দিনের চেষ্টায় এই মূর্তি তৈরি। ধৈর্য এবং সৃজনশীলতা না থাকলে এটা যে সম্ভব নয় তা প্রায় সকলেই নিশ্চিত।
advertisement
এই মূর্তি লম্বায় প্রায় ১২ ইঞ্চি। সাদা চাল গুঁড়োর মূর্তির উপর নানা রঙে ফুটে উঠেছে মা কালী। মোটেও বোঝার উপায় নেই এটি চাল গুঁড়োর তৈরি। স্কুল পড়ুয়া অর্ঘ্যে’ র এমন কৃতিত্বে খুশি পাড়া-প্রতিবেশী তার পরিবার থেকে আত্মীয়-স্বজন। দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্ঘ্যর এই কর্মকাণ্ডে উৎসাহ জাগিয়েছে বাবা মা ও দিদি।
advertisement
এ প্রসঙ্গে শিল্পী অর্ঘ্য বিশ্বাস জানায়, কালী পুজোয় বাড়িতে চাল গুড়োর প্রদীপ তৈরি করেন ঠাকুমা। ঠাকুমার প্রদীপ তৈরি দেখেই তার মনে উৎসাহ জাগে।রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 9:14 PM IST