Hooghly News: দ্রুত গতিতে ছুটে এসে ইঞ্জিন ভ্যানকে উড়িয়ে দিল লরি, মৃত ১

Last Updated:

পুরশুড়ায় লরির সঙ্গে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের

হুগলি: লরি ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা পুরশুরায়। মর্মান্তিক মৃত্যু হল ইঞ্জিন ভ্যানের চালকের। মৃতের নাম বেচারাম সামন্ত (৫১)। তাঁর বাড়ি ধাপধাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরশুরার দেবেন্দ্র কোল্ড স্টোরের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরি ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন ইঞ্জিন ভ্যানের চালক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ওই ব্যক্তিকে নিয়ে পুরশুড়া ব্লক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন‌ মৃত হয়।
advertisement
স্থানীয় সূত্রে খবর, লরিটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। ঠিক সেই সময় সামনে এসে পড়ে ইঞ্জিন ভ্যানটি। দ্রুত গতি থাকার কারণে লরিচালক নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন ভ্যানে। বিকট আওয়াজ শুনতে পান এলাকার মানুষজন। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ইঞ্জিন ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুরশুড়া গ্রামীণ হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে মৃত ভ্যানচালকের পরিবার।
advertisement
এদিকে ময়নাতদন্তের জন্য ভ্যানচালকের দেহ আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। যদিও ঘাতক লরিকে ধরা সম্ভব হয়নি। চালক দুর্ঘটনা ঘটিয়েই গাড়ি নিয়ে পালিয়ে যায়।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দ্রুত গতিতে ছুটে এসে ইঞ্জিন ভ্যানকে উড়িয়ে দিল লরি, মৃত ১
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement