Hooghly News: বেপরোয়া লরির ধাক্কায় শেষ হয়ে গেল যুবক-যুবতীর স্বপ্ন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
বেপরোয়া লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই বাইক আরোহীর। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে
হুগলি: বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের পিয়ারাপুরে। বাইক আরোহীদের ধাক্কা মেরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈদ্যবাটির দিক থেকে সিঙ্গুরের দিকে যাচ্ছিল লরিটি। পিয়ারাপুরের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি বাইককে সজোরে ধাক্কা মারে। এরপর লরিটি রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায়। বাইক চালাচ্ছিলেন এক যুবক, তাঁর পিছনে বসেছিলেন এক যুবতী। লরির ধাক্কায় ওই যুবক ও যুবতী দুজনেই গুরুতর আহত হন। বাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ এসে আহত দু’জনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিসকরা ওই দুই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
মৃত দু’জনের বাড়ি বলাগড়ে। তবে তাঁদের সম্পূর্ণ পরিচয় জানা যায়নি, তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে ঘাতক লরির চালক পালিয়ে যায়। পরে ক্রেন নিয়ে এসে নয়নজুলি থেকে লরিটিকে তোলা হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগে একই জায়গায় দুর্ঘটনা ঘটেছে। ওই রাস্তা দিয়ে বেপরোয়া গাড়ি চলাচল করে বলে স্থানীয়রা জানিয়েছেন। গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 6:59 PM IST