Hooghly News: বেড়াতে গিয়েছিলেন পুরী, কিন্তু বাড়ি ফেরা হল না আর! পথ দুর্ঘটনায় মৃত হুগলির তিন বাসিন্দা

Last Updated:

পুরী বেড়াতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল হুগলির তিনজনের। একটি তেলের ট্যাঙ্কারকে পিছন থেকে ধাক্কা মারে পর্যটকদের গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উড়িষ্যার বালেশ্বরে। মৃত ব্যক্তিদের নাম শঙ্কর রাও পার্বতী দাস ও ইব্রাহিম গাজী। মৃতরা সবাই হুগলির ব্যান্ডেলের বাসিন্দা।

এক্সিডেন্ট হওয়া গাড়ির ছবি
এক্সিডেন্ট হওয়া গাড়ির ছবি
#হুগলি : পুরী বেড়াতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল হুগলির তিনজনের। একটি তেলের ট্যাঙ্কারকে পিছন থেকে ধাক্কা মারে পর্যটকদের গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উড়িষ্যার বালেশ্বরে। মৃত ব্যক্তিদের নাম শঙ্কর রাও পার্বতী দাস ও ইব্রাহিম গাজী। মৃতরা সবাই হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। মৃত্যুর খবর আসা মাত্রই গভীর শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে। ব্যান্ডেল বালিকাটা থেকে দুই শিশু সহ আটজন রবিবার রাতে রওনা দেয় পুরীর উদ্যেশ্যে। উড়িষ্যার বালেশ্বরে সোমবার ভোরে দূর্ঘটনার কবলে পরে পর্যটকদের স্করপিও গাড়িটি।
একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে দুমরে মুচরে যায় গাড়িটি। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। আহত হন বাকিরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। মৃত ব্যক্তিদের মধ্যে ছিলেন বছর ৫০ বয়সী শঙ্কর রাও। বছর ৪৮ এর পার্বতী দাস ও তাদের গাড়িচালক বছর ২৭ বয়সী ইব্রাহীম গাজী। মৃত গাড়ি চালকের বাড়ি চুঁচুড়ার সোনাটুলি এলাকায়। অন্য দুইজন মৃতদের বাড়ি ব্যান্ডেল এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ ভেঙে পড়ল চন্দননগর মহকুমা আদালতের ছাদের একাংশ!
সোমবার সকালেই পথ দুর্ঘটনার খবর পাওয়ার পর ব্যন্ডেল থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেন পর্যটকদের পরিবার। দূর্ঘটনায় মৃত শঙ্কর রাও এর মেয়ে প্রভা রাও বলেন, পুরীর মন্দিরে পুজো দেওয়ার মানসিক ছিল তার বাবার। সেই উদ্দেশ্যেই পরিবার এবং পরিচিত কয়েকজনকে নিয়ে গতকাল রাতে গাড়ি করে বেরিয়েছিল। সোমবার সকাল ছটার সময় উড়িষ্যা থেকে খবর পাই দূর্ঘটনা হয়েছে। দূর্ঘটনায় মৃত্যুর খবরে শোকের ছায়া ব্যান্ডেল ও সোনাটুলি এলাকায়।
advertisement
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বেড়াতে গিয়েছিলেন পুরী, কিন্তু বাড়ি ফেরা হল না আর! পথ দুর্ঘটনায় মৃত হুগলির তিন বাসিন্দা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement