Hooghly News : বেতন বাকি ৩ মাস, অবস্থান বিক্ষোভে শামিল বিদ্যুৎ দফতরের চুক্তিভিত্তিক কর্মীরা

Last Updated:

Hooghly News : বিভিন্ন দাবিতে গোঘাট বিদ্যুৎদফতরের মোবাইল ভ্যানের চুক্তিভিত্তিক কর্মীদের অবস্থান বিক্ষোভ

+
কর্মীদের

কর্মীদের বিক্ষোভের ছবি 

শুভজি‍ত ঘোষ, গোঘাট,হুগলি: একগুচ্ছ দাবিতে হুগলির গোঘাট বিদ্যুৎ দফতরের মোবাইল ভ্যানের চুক্তিভিত্তিক কর্মীরা অবস্থান বিক্ষোভে বসলেন। তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে, মাসের ৭ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন দেওয়া, ১৫ তারিখের মধ্যে পিএফ অফিসে টাকা জমা দেওয়া, সকল কর্মীকে ইএসআই কার্ড প্রদান করা, কোন কর্মীকে ছাটাই না করা-সহ একগুচ্ছ দাবি। এছাড়াও তাঁদের ওপর মানসিক অত্যাচারের অভিযোগও তাঁরা এনেছেন। এই সমস্ত দাবি পূরণ না হলে তাঁরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন।
এই বিষয়ে বিক্ষোভকারীরা বলেন " এর আগেও কর্মীরা সকলে মিলেই অবস্থান বিক্ষোভ করেছিলেন এবং বহু জায়গায় চিঠির মাধ্যমে ঊর্ধ্ব কর্তৃপক্ষকে জানালেও কোন সুরাহা হয়নি বলেই তাদের অভিযোগ।  যে সব আছে তা এখনও পাইনি এবং বিভিন্ন দফতরে গেলেও কোনও কাজের কাজ হয়নি বলেই জানাচ্ছেন। এদিন মোবাইল ভ্যানের চুক্তিভিত্তিক কর্মীরা সকলে মিলে বিদ্যুৎ দফতরের সামনে অবস্থানে বিক্ষোভে নেমেছেন বলে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন :  ছাদনাতলায় অভিনব বিয়ে, সব রীতি নীতি পালন করে একই গুরুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ৫ বৃহন্নলা
অন্যদিকে সংশ্লিষ্ট কোম্পানির মালিক সুব্রত কুণ্ডু কর্মীদের এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। পাশাপাশি জরুরিপরিষেবা বন্ধ রেখে কর্মীদের এই কর্মসূচির তীব্র নিন্দা করেছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News : বেতন বাকি ৩ মাস, অবস্থান বিক্ষোভে শামিল বিদ্যুৎ দফতরের চুক্তিভিত্তিক কর্মীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement