Hooghly News : বেতন বাকি ৩ মাস, অবস্থান বিক্ষোভে শামিল বিদ্যুৎ দফতরের চুক্তিভিত্তিক কর্মীরা
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hooghly News : বিভিন্ন দাবিতে গোঘাট বিদ্যুৎদফতরের মোবাইল ভ্যানের চুক্তিভিত্তিক কর্মীদের অবস্থান বিক্ষোভ
শুভজিত ঘোষ, গোঘাট,হুগলি: একগুচ্ছ দাবিতে হুগলির গোঘাট বিদ্যুৎ দফতরের মোবাইল ভ্যানের চুক্তিভিত্তিক কর্মীরা অবস্থান বিক্ষোভে বসলেন। তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে, মাসের ৭ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন দেওয়া, ১৫ তারিখের মধ্যে পিএফ অফিসে টাকা জমা দেওয়া, সকল কর্মীকে ইএসআই কার্ড প্রদান করা, কোন কর্মীকে ছাটাই না করা-সহ একগুচ্ছ দাবি। এছাড়াও তাঁদের ওপর মানসিক অত্যাচারের অভিযোগও তাঁরা এনেছেন। এই সমস্ত দাবি পূরণ না হলে তাঁরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন।
এই বিষয়ে বিক্ষোভকারীরা বলেন " এর আগেও কর্মীরা সকলে মিলেই অবস্থান বিক্ষোভ করেছিলেন এবং বহু জায়গায় চিঠির মাধ্যমে ঊর্ধ্ব কর্তৃপক্ষকে জানালেও কোন সুরাহা হয়নি বলেই তাদের অভিযোগ। যে সব আছে তা এখনও পাইনি এবং বিভিন্ন দফতরে গেলেও কোনও কাজের কাজ হয়নি বলেই জানাচ্ছেন। এদিন মোবাইল ভ্যানের চুক্তিভিত্তিক কর্মীরা সকলে মিলে বিদ্যুৎ দফতরের সামনে অবস্থানে বিক্ষোভে নেমেছেন বলে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন : ছাদনাতলায় অভিনব বিয়ে, সব রীতি নীতি পালন করে একই গুরুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ৫ বৃহন্নলা
অন্যদিকে সংশ্লিষ্ট কোম্পানির মালিক সুব্রত কুণ্ডু কর্মীদের এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। পাশাপাশি জরুরিপরিষেবা বন্ধ রেখে কর্মীদের এই কর্মসূচির তীব্র নিন্দা করেছেন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 6:55 PM IST