Hooghly News: দশ চাকার লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়লেন শিক্ষক! স্কুল থেকে বাড়ি ফিরছিলেন
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
উল্টো রথে টিফিনে ছুটি হয়ে যাওয়ায় বাইকে করে বাড়ি ফিরছিলেন স্কুল শিক্ষক নিখিলচন্দ্র আদক। কিন্তু আরামবাগের কাছে লরির ধাক্কায় গুরুতর আহত হলেন তিনি
হুগলি: স্কুল শেষে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই লরির ধাক্কায় গুরুতর আহত হলেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর এলাকায়। গুরুতর আহত শিক্ষকের নাম নিখিলচন্দ্র আদক। বাড়ি পুড়শুড়ার কুলবাদপুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
নিখিলচন্দ্র আদক বর্ধমানের কেউটে স্কুলে শিক্ষকতা করেন। পরিবার ও সহকর্মীদের থেকে জানা গিয়েছে, উল্টো রথ উপলক্ষে বুধবার টিফিনে স্কুল ছুটি হয়ে যায়। এরপরই তিনি বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। চাঁদু নিমতলা এলাকায় একটি দশ চাকার লরি পেছন থেকে সজরে ধাক্কা মারে ঐ শিক্ষককে। তিনি রাস্তার ধারে ছিটকে পড়েন। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর আহত হন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দমকলকর্মীরা নিখিলচন্দ্র আদককে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেন।
advertisement
advertisement
আহত শিক্ষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি প্রতিদিনই বাইকে করে স্কুলে যাতায়াত করতেন। এদিকে এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। সাময়িকভাবে যানজট তৈরি হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ওই শিক্ষককে ধাক্কা মারার পর দশ চাকার লরিটি পালিয়ে যায়। পুলিশ ঘাতক লরির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 28, 2023 5:49 PM IST







