Hooghly News- জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার প্রথম রানার আপ কোন্নগরের রাজশ্রী বাগ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
সারেগামাপার প্রথম রানার আপ কোন্নগরের রাজশ্রী বাগ
#হুগলি-মাত্র ছয় বছর বয়সে বাবা জয়ন্ত বাগের কাছে প্রথম গানের হাতেখড়ি তার। বর্তমানে একটি গানের রিয়েলিটি শোতে প্রথম রানার আপ হয়ে গোটা দেশবাসীর মন কেড়ে নিয়েছে ছোট্ট মেয়েটি। ভালো গানই তার একমাত্র অস্ত্র এমনই কথা জানালো সারেগামাপা ২০২২ এর প্রথম রানার আপ রাজশ্রী বাঘ।এদিন সাক্ষাৎকারে রাজশ্রী বলেন, ছোটবেলায় টিভির পর্দায় সারেগামাপা দেখতে দেখতে তার মনে ইচ্ছা জাগে সেও কোনদিন ওই স্টেজে গিয়ে গান গাইবে। তবে সে আশা করেনি সে এত বড় একটা কম্পিটিশনে রানার আপ হবে। রাজশ্রী আরো বলেন, "গোটা কম্পিটিশন টাই চ্যালেঞ্জিং ছিল। একেকটি এপিসোডে ৬-৭ টা করে গান তার রিয়ার্সেল করা, রেকর্ড করা গানটাকে মুখস্থ করা এসবই খুব কঠিন ছিল কিন্তু আমি একদম আত্মবিশ্বাসী ছিলাম।'
রাজশ্রীর বাবা জয়ন্ত বাবু বলেন, মেয়ে যখন ছোট ছিল তখন থেকেই প্রতিদিন বিকালে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়ে গুনগুন করে তার বাবা গান শোনাতেন তাকে। গান শোনাতে শোনাতে গানের পরবর্তী লাইন তার মেয়েকে গাইতে বলতেন। এভাবেই রাজশ্রীর গানের প্রতি আগ্রহ জন্মায়। ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে কখনো বিশেষভাবে চাপ দেয় নি তার মেয়েকে। মেয়ে যা করতে ভালবাসে তাই করে। সারাদিন তার শুধু গান নিয়ে কাটে। জয়ন্ত বাবুর ইচ্ছা তার মেয়ে যেন একজন প্রতিষ্ঠিত শিল্পী হয়। রাজশ্রীর মা বলেন, কম্পিটিশন চলাকালীন দীর্ঘ চার মাস তার মেয়ে তাদের সঙ্গে থাকলেও তাদের মধ্যে খুব একটা কথাবার্তা হত না। মেয়ে সারাদিন ব্যস্ত থাকত গান নিয়ে। তিনি আরো বলেন, রাজশ্রী নাকি ঘুমিয়ে ঘুমিয়েও গান গাইত।
view commentsLocation :
First Published :
March 12, 2022 7:38 PM IST