Hooghly News: অটো-টোটো দ্বন্দ্ব ঘিরে তীব্র উত্তেজনা, উত্তপ্ত কামারপুকুর
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
বেঙাই থেকে হুগলির কামারপুকুর রাস্তায় প্রায় বেশ কিছু অটো চলে। যখন থেকে অটো কেনা হয়েছে কোন মতে রাস্তায় যাতায়াত করতে দিচ্ছে না বেশ কিছু জন টোটো চালক।
কামারপুকুর: অটো এবং টোটো চালকদের মধ্যে অশান্তিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল হুগলির গোঘাটের কামারপুকুর চটি এলাকায়। জানা গেছে বাসট্যান্ড সংলগ্ন জায়গায় অটো দাঁড়ানোকে কেন্দ্র করে বচসা টোটো চালকদের মধ্যে। অটো চালকরা সকলে যাত্রী তোলার জন্য দাঁড়ালে টোটো চালকরা বাধা দেয়। আর এই ঘটনায় দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ঘটনা জেরে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ।
উল্লেখ্য, বেঙাই থেকে হুগলির কামারপুকুর রাস্তায় প্রায় বেশ কিছু অটো চলে। যাত্রী তোলার জন্য আরটিও অনুমোদিত থাকলেও তা মানতে নারাজ টোটো চালকেরা। এই ঘটনা নিয়ে বেশ কয়েকবার বচসা হয় দুই পক্ষের মধ্যে। তারপরেও প্রশাসনের দ্বারস্থ হয় অটো চালকরা।
আরও পড়ুনঃ বন্ধ প্রায় ২০টি ইটভাটা, কাজ হারাচ্ছেন একের পর এক শ্রমিক
এই বিষয়ে টোটো চালকদের দাবি, তাদের আরটিও পারমিশন থাকলে তাও নলডুবি থেকে বেঙ্গাই পর্যন্ত যাত্রী তোলা নামার অনুমোদিত থাকলেও চটি সংলগ্ন এলাকায় তারা যদি দাঁড়ায় তাহলে গাড়িতে কেউ যাত্রী উঠতে দেওয়া হয় না।
advertisement
advertisement
অন্যদিকে অটোচালকদের বক্তব্য, “আমাদের সরকারি অনুমোদিত আরটিও থেকে পারমিশন থাকলেও যখন থেকে গাড়ি কেনা হয়েছে কোন মতে রাস্তায় যাতায়াত করতে দিচ্ছে না বেশ কিছু জন টোটো চালক। এমনকি যাত্রী তুলতে এলে মারধর পর্যন্ত করা হয়। তারা যদি না যাতায়াত করতে দেয় তাহলে আমাদের রুটি রোজকার কীভাবে হবে।”
suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 29, 2023 5:48 PM IST










