Hooghly: শ্রীরামপুরে সিল্ক হাব তৈরীর জন্য জমি মূল্যায়ন, দুশ্চিন্তার ভাঁজ চাষীদের কপালে

Last Updated:
সিল্ক হাব তৈরির জন্য জমির মূল্যায়ন
সিল্ক হাব তৈরির জন্য জমির মূল্যায়ন
শ্রীরামপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা মত শ্রীরামপুরে প্রস্তাবিত সিল্ক হাবের জমি মাপার কাজ শুরু হলো, মঙ্গলবার শ্রীরামপুর প্রভাস নগরে এই জমি মাপার কাজ সরজমিনে দেখতে আসেন মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সা সহ একাধিক প্রশাসনের কর্তা ব্যাক্তিরা,এদিকে জমির মাপ ঝোপের কাজ শুরু হয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এলাকার স্থানীয় চাষীদের একাংশ। চাষীদের দাবি, যে জমিতে সিল্ক হাব তৈরি হবে তার অধিকাংশ চাষীদের। দীর্ঘদিন ধরে তারা সেই জমিতে চাষাবাদ করে আসছে। তাদের অভিযোগ সরকার জোর করে তাদের জমি অধিগ্রহণ করতে চায়। তারা আরো জানায় শেষ কিছু বছর ধরে চাষ জমিতে পৌরসভা থেকে জল ঢুকিয়ে দেওয়ার ফলে তা চাষ অযোগ্য হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে খবর, মোট জমির জমি মোট ৩০৬ বিঘে জমি মধ্যে ৬০ বিঘে জমি সরকারের পক্ষে। বাকি পুরো জমিটি চাষীদের। ওই জমির উপরে ভরসা করে সংসার পেতেছেন ৮০ থেকে ৯০ টি চাষী পরিবার। শ্রীরামপুর মহাকুমার বিধায়ক অরিন্দম গুইন বলেন, আজ থেকে জমি অবমূল্যায়নের কাজ শুরু হয়েছে।মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশেই সমস্ত কাজ হচ্ছে। মহাকুমার শাসক নিজে এখানে উপস্থিত আছেন তার তত্ত্বাবধানে সমস্ত কিছু কাজ চলছে। পিএলআর দিমনিও রয়েছে। আজ থেকে সবে কাজ শুরু হয়েছে আগামী দিনে এই কাজ এগিয়ে চলবে। চাষীদের সঙ্গে দীর্ঘদিন বৈঠক করা হয়েছে। আগামীতেও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলবে। নিজেদের সমস্যার কথা চাষিরা মহকুমা শাসকের কাছে তুলে ধরেছিলেন ঐদিন। মহকুমা শাসক আশ্বাস দেন এবং তিনি বলেন আগামী দিনে উপযুক্ত কাগজপত্র নিয়ে যেন তারা মহাকুমা শাসকের দফতরে যোগাযোগ করেন।রাহী হালদার, হুগলি
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: শ্রীরামপুরে সিল্ক হাব তৈরীর জন্য জমি মূল্যায়ন, দুশ্চিন্তার ভাঁজ চাষীদের কপালে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement