Hooghly News: আবহাওয়ার পরিবর্তনে মাথায় হাত আলু চাষিদের
Last Updated:
হুগলি জেলার গোঘাটের আবহাওয়ার পরিবর্তনে ক্ষতির মুখে পড়বে বলে জানায় চাষিরা।
হুগলি: আবহাওয়ার পরিবর্তনের জেরে মাথায় হাত চাষিদের। প্রতিদিনই কুয়াশা এবং শীত না থাকার জন্য ব্যাপক ক্ষতির মুখে আলু চাষিরা। হুগলি জেলার গোঘাটের আবহাওয়ার পরিবর্তনে ক্ষতির মুখে পড়বে বলে জানাই চাষিরা।চাষিদের দাবি এভাবে আবহাওয়া যদি থাকে তাহলে একদিকে আলু চাষের রোগ দেখা যাচ্ছে অন্যদিকে ফলন খুব একটা হবে না বলে মত। হতাশার মধ্যেই দিন কাটাচ্ছে আলু চাষিরা।
এই বিষয়ে এক মহিলা চাষি জানান,আবহাওয়া এতটাই খারাপ যে শীত তাড়াতাড়ি চলে গেছে এবং কুয়াশা জেরে ক্ষতি হচ্ছে বলে জানায়।ঋণ নিয়ে আমরা আলু চাষ করেছি কোনরকমে কষ্ট করে আলু চাষ করলেও খুব একটা লাভ পাবো না বলেই জানিয়েছে। তিনি বলেন শীত খুব একটা না থাকার জন্য ফলন ভালো হবে না।আলু গাছের বিভিন্ন রোগও চলে এসেছে।কীটনাশক ঔষধ দিয়েও গাছ টিকিয়ে রাখা যাচ্ছে না।প্রায় চার বিঘা আলু চাষ করেছি ফলন ভালো না হওয়ার কারণে হতাশার মধ্যেই পড়েছি বলে জানিয়েছেন।
advertisement
advertisement
অন্যদিকে লক্ষীনারায়ণ পোড়েল নামে এক চাষী জানিয়েছেন,আবহাওয়া পরিবর্তন এবং কুয়াশার জন্য বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। যার ফলে কীটনাশক ওষুধ পোকামাকড় নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। আলু চাষ করতে গেলে এক বিঘা জমিতে প্রায়ই ২৫ থেকে 30 হাজার টাকা খরচা হয়।যদি এভাবে আবহাওয়া থাকে তাহলে লাভ ভালো হবে না। যদি আলুর ফলন ভালো ফলন না হয় ঋণ শোধ করতে পারবো না বলেই জানিয়েছে।এই বিষয়ে সরকারের কাছে তারা সাহায্যের আবেদন জানিয়েছেন।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 8:01 PM IST