Hooghly News: মোটর বাইকে চড়ে ঘুরছে খোদ পুলিশ কমিশনার, হঠাৎ কী হল হুগলিতে? জানলে চমকাবেন

Last Updated:

Hooghly News: পুজোয় বারোয়ারি নিরাপত্তা কেমন নিচ্ছে সেই বিষয়ে একেবারে স্বরজমিনে খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। তাও আবার বাইকে চড়ে। 

+
পুলিশ

পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ বাকি পুলিশ অধিকর্তা

হুগলি: উত্তরপাড়া জি টি রোড সংলগ্ন এলাকা খুবই জনবহুল। তার উপরে দুর্গাপুজোর সময় সেই জায়গায় ভিড় আরও উপচে পড়ে, কারণ বেশ কিছু বারোয়ারি পুজো রয়েছে যাদের পুজো এতটাই জাঁকজমকপূর্ণ সেখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে সারাক্ষণ। তবে সেই পুজোয় বারোয়ারি নিরাপত্তা কেমন নিচ্ছে সেই বিষয়ে একেবারে সরজমিনে খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। তাও আবার বাইকে করে।
উত্তরপাড়ার জি টি রোড সংলগ্ন এলাকা খুবই জনবহুল এবং সেখান থেকে বড় গাড়ি গেলে রাস্তায় ‌যানজট লেগে যায়। তাই একেবারে অভিনব উপায়ে গাড়ি ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন খোদ পুলিশ কমিশনার। সঙ্গে ছিলেন ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ। মোটরসাইকেলে চড়ে পুজোর নিরাপত্তা দেখতে যাওয়াতে কিছুটা স্তম্ভিত এলাকার মানুষজন।
advertisement
advertisement
দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে গেছে। হুগলি জেলার বড় পুজো কমিটি গুলো পুজোর প্রস্তুতি শুরু করেছে অনেক আগে থেকেই। বৃষ্টির জন্য প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটছে। সময়ে মন্ডপ শেষ করতে চলছে জোর কদমে কাজ। সোমবার রাতে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দকে নিয়ে বুলেট চালিয়ে হঠাৎই হাজির হন উত্তরপাড়ার কয়েকটি পুজো মন্ডপে। পুজো প্রস্তুতি কেমন, বারোয়ারির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানলেন। দমকল বিদ্যুৎ দফতরের অনুমতির মত গুরুত্বপূর্ণ দিকগুলোর খোঁজ নিলেন। মন্ডপে যাতে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করতে অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে বলেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে।পুলিশ কমিশনারকে পেয়ে পুজোর আগে রাস্তা সংস্কারের দাবি জানায় পুজো কমিটি গুলো।
advertisement
উত্তরপাড়া বলাকা বারোয়ারির কর্মকর্তা সোমেন ঘোষ বলেন, ‘এমনটা আগে দেখিনি যানজট এড়াতে পুলিশ কমিশনার নিজেই বাইক চালিয়ে ঘুরছেন।উত্তরপাড়ার জিটি রোডে এমনিতেই যানজট লেগে থাকে। তার পর রাস্তার অবস্থা শোচনীয় হয়ে আছে। ভিড় সামলাতে কমিশনার যে গুলো বলেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করব।’ কমিশনারকে তারা জানান, জিটি রোড যাতে সারানো হয়। সিপি বলেছেন জেলা শাসকের সঙ্গে কথা বলবেন।
advertisement
রাহি হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মোটর বাইকে চড়ে ঘুরছে খোদ পুলিশ কমিশনার, হঠাৎ কী হল হুগলিতে? জানলে চমকাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement