Hooghly News: এক সপ্তাহের মধ্যেই পিচ উঠে ‌যাচ্ছে নতুন রাস্তায়, ক্ষুব্ধ এলাকাবাসী  

Last Updated:

এক সপ্তাহের মধ্যেই হাতে উঠে আসছে পিচ রাস্তা। ঘটনাকে নিয়ে চরম ক্ষুব্ধ  এলাকাবাসী।আরামবাগের আরান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নারায়ণপুরে  প্রথশ্রী প্রকল্পের আওতায় করা রাস্তা বেহাল। এক সপ্তাহ হয়নি নতুন পিচ রাস্তা  হয়েছে

+
পিচ

পিচ উঠছে নতুন রাস্তায় 

আরামবাগ: এক সপ্তাহের মধ্যেই হাতে উঠে আসছে পিচ রাস্তা। ঘটনাকে নিয়ে চরম ক্ষুব্ধ এলাকাবাসী।হুগলির আরামবাগের আরান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নারায়ণপুরে পথশ্রী প্রকল্পের আওতায় করা রাস্তা বেহাল। এক সপ্তাহ হয়নি নতুন পিচ রাস্তা হয়েছে। এরই মধ্যে রাস্তার বেহাল দশা দেখে ক্ষুব্ধ গ্রামবাসী বৃন্দ। ওই এলাকায় প্রায় ১৫ বছর লাল মাটির রাস্তা ছিল চারিদিকে খানাখন্দে পরিপূর্ণ। কিন্তু রাস্তার কাজ শুরুতে কিছুটা নিঃশ্বাস ফেলেছিলেন গ্রামবাসীরা। ভেবেছিল দুর্ভোগের দিন এবার হয়তো শেষ হবে। কিন্তু ভাল রাস্তার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল।
পিচ হওয়ার পর থেকেই আরো রাস্তার কাজ খারাপ হয়েছে। কর্মীরা রাস্তার কাজ শেষ হতে না হতেই রাস্তার ফাটল থেকে পিচ উঠে চলে আসছে। এতটাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যে হাতের চাপে উঠে আসছে পিচ। পুরো রাস্তায় দেখা যাচ্ছে এই সমস্যা। যার ফলে প্রশাসনকে দায়ী করছেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা কন্টাকটাররা নিজেদের পকেট ভর্তির জন্য নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করেছে পিচ রাস্তা। আগের যে মোরাম ছিল তার থেকে অনেকটাই ভালো ছিল। কিন্তু এভাবে রাস্তা করার প্রশাসনের কোন দরকার ছিল না। এক সপ্তাহ হতে না হতেই রাস্তার পিচ হাত দিলেই উঠে চলে আসছে।
advertisement
advertisement
অন্যদিকে আর এক ব্যক্তি জানিয়েছেন হাতের চাপ দিলে পিচ গুড়িয়ে যাচ্ছে। তাদের অভিযোগ এটা পিচ রাস্তা খরচা করলেও কিন্তু দুর্নীতি অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমনকি রাস্তা শেষ না হতে হতে এরকম বেহাল অবস্থা দেখা যাচ্ছে। তাদের দাবি নতুন করে রাস্তাটি সংস্কার করা হোক।যদিও এ ব্যাপারে ক্যামেরার সামনেই প্রশাসনের আধিকারিকরা মুখ খুলতে চাননি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই রাস্তা সংস্কার হবে না এভাবেই বেহাল অবস্থায় পড়ে থাকবে,সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: এক সপ্তাহের মধ্যেই পিচ উঠে ‌যাচ্ছে নতুন রাস্তায়, ক্ষুব্ধ এলাকাবাসী  
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement