Hooghly News: ফেলে দেওয়া জিনিস দিয়ে ইলেকট্রিক্যাল গেম! তাক লাগাচ্ছে খুদে ইঞ্জিনিয়ারের কীর্তি

Last Updated:

Hooghly News: বর্তমান দিনে ছোটরা যখন মোবাইলে গেম খেলতে ব্যস্ত তখন ছোট্ট আরমান নিজের হাতে ইলেকট্রিক্যাল গেম তৈরি করছে। ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন গেম বানানো হচ্ছে তার সখ।

+
খুদে

খুদে ইঞ্জিনিয়ার নতুন জিনিস তৈরি করছে 

শুভজিত ঘোষ, আরামবাগ: বর্তমান দিনে ছোটরা যখন মোবাইলে গেম খেলতে ব্যস্ত তখন ছোট্ট আরমান নিজের হাতে ইলেকট্রিক্যাল গেম তৈরি করছে। ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন গেম বানানোই তার সখ। নিজের ইঞ্জিনিয়ারিং দক্ষতার পরিচয় রাখল হুগলির আরামবাগের খুদে ইঞ্জিনিয়ার আরমান। এ বার ইলেকট্রিক গেম তৈরি করে চমকে দিল সকলকে। দুটো মোমবাতি, ফেলা দেওয়া বাক্সের সঙ্গে তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করে এই গেম তৈরি করে ফেলেছে সে।
এছাড়াও ফেলে দেওয়া সফট ড্রিঙ্কস্ এব ক্যানে ব্লুটুথ স্পিকার, রাংঝাল দেওয়ার জন্য বৈদ্যুতিক তাতালের স্ট্যান্ডতৈরি করেছে। তার প্রতিভার এই একের পর এক প্রকাশ দেখে শুধু পরিবারের লোকেরাই নয়, এলাকার মানুষও চমকে যাচ্ছেন।
advertisement
উল্লেখ্য, এর আগেও আরমান ইলেকট্রিক জেনারেটর, দেশলাইয়ের বাক্সে টর্চ, সাইকেলের মধ্যে মোটর ফ্যান ইত্যাদি তৈরি করে সাড়া ফেলে দিয়েছিল। অথচ তার বয়স মাত্র ৯ বছর। স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণীর ছাত্র। সে জানিয়েছে, আগামী দিনে ইঞ্জিনিয়ার হওয়াই তার লক্ষ্য । আর এ ব্যাপারে বাবা-মাও তাকে উৎসাহিত করে চলেছেন।
advertisement
আরমানের মা জানায়, ছোট থেকেই তার বিভিন্ন জিনিস দিয়ে ইলেকট্রিকের মাধ্যমে তৈরি করত বাড়িতে বসে বসে। তার এইসব করার জন্য কিছু জিনিস প্রয়োজন হলে এনে দেওয়া হত। এরপরেও নানান কিছু বানান ইচ্ছা রয়েছে তার।
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ফেলে দেওয়া জিনিস দিয়ে ইলেকট্রিক্যাল গেম! তাক লাগাচ্ছে খুদে ইঞ্জিনিয়ারের কীর্তি
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement