Hooghly News: পুজোর খরচ বাঁচিয়ে বই কিনছে খুদেরা, অন্য ছবি কামারপুকুরে
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
পুজোর ছুটিতে স্কুলের ছোট ছোট খুদে পড়ুয়ারা বই পড়বে !এই বইমেলায় দেখা গেল অন্য ছবি। পুজোর খরচ বাঁচিয়ে বই কিনছে খুদে পড়ুয়ারা।
কামারপুকুর: পুজোর ছুটিতে স্কুলের ছোট ছোট খুদে পড়ুয়ারা বই পড়বে! এই বইমেলায় দেখা গেল অন্য ছবি। পুজোর খরচ বাঁচিয়ে বই কিনছে খুদে পড়ুয়ারা। হুগলির কামারপুকুর সিবিএসসি এবং মানিক সন্ধ্যা মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট উদ্যোগে শুরু হল বইমেলা। মহকুমায় এই প্রথম এমন বইমেলা হচ্ছে। চার দিন ধরে এই বইমেলা চলবে।
সিবিএসসি স্কুলের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ কল্যাণশ্বরী । উপস্থিত ছিলে গ্রন্থাগারের সভাপতি গৌরিপদ গাঙ্গুলী, সম্পাদক দেবাশীষ ব্যানার্জি সহ স্কুলের খুদে পড়ুয়ারা। প্রতিদিন দুপুর ২ টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বইমেলা চলবে। বইপ্রেমীরা নিজেদের পছন্দের বই কিনতে পারবেন। মহকুমায় এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বুদ্ধিজীবী মহল।
advertisement
advertisement
এই বইমেলার স্কুলের পড়ুয়ারা জানায় ,কলকাতা সহ বিভিন্ন জায়গায় দেখা যায় সবচেয়ে বড় বইমেলা। কিন্তু স্কুলের শিক্ষকেরা এই ধরনের উদ্যোগ নেওয়ায় বেশ ভালই লাগছে।এই বইমেল অত্যন্ত কম দামে বই কিনতে পারবে প্রত্যেকে পাঠকরা। এখান থেকে পাওয়া যাবে গোয়েন্দা গল্প, কবিতা গুচ্ছ, উপন্যাস সহ বিভিন্ন স্বাদের বই।
advertisement
এই মিনি বইমেলায় উদ্যোক্তারা জানিয়েছেন, জেলা এবং রাজ্যতে বড় আকারে বইমেলা হয়। কিন্তু মহকুমায় এই ধরনের বইমেলা করার কারণ বর্তমানে সাধারণ মানুষ মোবাইলমু খী হয়ে গেছে। তাই প্রত্যেকের যতটা সম্ভব কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি আমরা। তাতে অনেকেই হয়তো আবার মোবাইল ছেড়ে বইমুখী হবেন।
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2023 5:33 PM IST