Hooghly News: ঘোড়া নিয়ে যাচ্ছিলেন দু’জন, হঠাৎ হিট স্ট্রোকে মৃত্যু ঘোড়ার! তার পর যা ঘটল...
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News: দুই জন ঘোড়াটিকে নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায় ওই ঘোড়াটি। রাস্তাতেই মৃত্যু হয়। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয়দের।
হুগলি: রাস্তার ধারে পড়ে রয়েছে একটি মৃত ঘোড়া! ঘণ্টার পর ঘণ্টা সময় পেরিয়ে গেলেও মৃত ঘোড়াটিকে সৎকার করার কোনও উদ্যোগ দেখা গেল না প্রশাসনের। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর থানার বিঘাটি পঞ্চায়েতের ধিতারা এলাকায়। তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোক হয়ে ঘোড়াটির মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই জন ঘোড়াটিকে নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায় ওই ঘোড়াটি। রাস্তাতেই মৃত্যু হয়। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয়দের। দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘোড়াটিকে সৎকারে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঢিল ছোড়া দূরত্বে বিঘাটি পঞ্চায়েতের কার্যালয় রয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকেও কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি।
advertisement
advertisement
স্থানীয়রা জানান. মৃত ঘোড়া থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। এলাকায় দূষণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। শেষে নয় ঘণ্টা পরে স্থানীয় পশুপালকেরা বাধ্য হয়ে ঘোড়াটিকে সৎকারে ব্যবস্থা করেন।
এক স্থানীয় বাসিন্দারা জানান, ঘোড়াটি যাঁরা নিয়ে যাচ্ছিলেন, তাঁদের খোঁজ মেলেনি। সম্ভবত অনেকটা পথ হাঁটার কারণে গরমে অসুস্থ হয়ে পড়ে ঘোড়াটি। মৃত্যু হওয়ার পর তাকে ফেলে রেখে চলে যায় সেই ব্যক্তিরা। স্থানীয়রা উদ্যোগ নিয়ে সৎকারের ব্যবস্থা করে।
advertisement
স্থানীয় আরেক বাসিন্দা সৌরভ ঘোষ বলেন, ‘‘ভোর ৫টা নাগাদ দু’টি লোক ঘোড়াটিকে নিয়ে যাচ্ছিল। হঠাৎই রাস্তায় অসুস্থ হয়ে পড়ে ঘোড়াটি। কিছুক্ষণের মধ্যে রাস্তাতেই মারা যায়। তারপর থেকে ঘোড়ার মালিকের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।’’ মৃত জীবদেহ রাস্তার ধারে পড়ে থাকলে ওই এলাকায় মানুষরা খুবই সমস্যায় পড়বেন। সেই কারণে পাড়ার ছেলেদের উদ্যোগে একটি জায়গায় মাটি খুঁড়ে গর্ত করে সেখানে ঘোড়াটিকে সমাধি দেওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় বাসিন্দারা।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 9:10 PM IST

