Hooghly News: হাল ফিরুক বেহাল স্বাস্থ্য কেন্দ্রের, দাবি স্থানীয় বাসিন্দাদের

Last Updated:

বহু টাকা খরচ এ তৈরি হয়েছিল স্বাস্থ্য কেন্দ্রের একাধিক ঘর। কিন্তু বর্তমানে সেই সমস্ত কিছু একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

+
স্বাস্থ্য

স্বাস্থ্য কেন্দ্রের ছবি

হুগলি: হুগলির পিয়ারাপুর এলাকায় সাধারণ মানুষের চিকিৎসার জন্য রয়েছে একটি সুস্বাস্থ্য কেন্দ্র। তার পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের ভরসা এই চাপসরার স্বাস্থ্য কেন্দ্রটি। বহু টাকা খরচ এ তৈরি হয়েছিল স্বাস্থ্য কেন্দ্রের একাধিক ঘর। কিন্তু বর্তমানে সেই সমস্ত কিছু একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের চারপাশ ভরে উঠেছে জঙ্গলে। স্থানীয় বাসিন্দাদের দাবি হাল ফিরুক স্বাস্থ্য কেন্দ্রের।
স্থানীয় সূত্রে খবর, স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের থাকার জন্য কোয়াটার তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে সে সবই পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। সপ্তাহের মাত্র দুই থেকে তিন দিন চিকিৎসক আসেন। স্বাস্থ্য কেন্দ্রে নেই কোন রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার সুবিধা। এমন কি আপতকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নেই অ্যাম্বুলেন্সও । প্রাথমিক কিছু ওষুধ ছাড়া আর কিছুই পাওয়া যায় না স্বাস্থ্য কেন্দ্র থেকে।
advertisement
advertisement
স্থানীয় এক বাসিন্দা অষ্টমী রায় আক্ষেপের সুরে জানান, এলাকার কোন মানুষের বড় বিপদ আপদ ঘটলে তাদেরকে ছুটতে হয় শ্রীরামপুরে। স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সঠিক পরিষেবা পাওয়া যায়। ঠিক করে স্বাস্থ্য কেন্দ্র চালানোর জন্য এক সময় অনেক বেড এবং অত্যাধুনিক ব্যবস্থা হওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত সেই সব কিছুই হয়ে ওঠেনি।
advertisement
এই বিষয়ে বিধায়ক অরিন্দম গুইন তিনি জানান, চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তিনি কথা বলেছেন। কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করা যায় তার জন্য তৎপর প্রসাশন। আর স্বাস্থ্য কেন্দ্রের জঙ্গল হয়ে থাকা বিষয়ে তিনি পঞ্চায়েতের সঙ্গে কথা বলে সেই জায়গা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সে বিষয়ে নজর দেবেন বলে জানিয়েছেন।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হাল ফিরুক বেহাল স্বাস্থ্য কেন্দ্রের, দাবি স্থানীয় বাসিন্দাদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement