Hooghly News: ভেঙে পড়ছে রামকৃষ্ণ পরমহংসের পদধূলি ধন্য মানিক রাজার প্রাসাদ

Last Updated:

হুগলি জেলার প্রাচীন একটি জনপদ গোঘাটের হরিসভা এলাকা। এই জায়গাটি গড়ে উঠেছিল মানিক রাজার রাজ প্রসাদ। বর্তমানে সেই রাজপ্রাসাদের ভগ্নদশা ।

+
Hooghly

Hooghly News: ভেঙে পড়ছে রামকৃষ্ণ পরমহংসের পদধূলি ধন্য মানিক রাজার প্রাসাদ

গোঘাট: হুগলি জেলার প্রাচীনএকটি জনপদ গোঘাটের হরিসভা এলাকা। এই জায়গাটি গড়ে উঠেছিল মানিক রাজার রাজ প্রসাদ। বর্তমানে সেই রাজপ্রাসাদের ভগ্নদশা । আজ থেকে প্রায় ৩০০ বছর কিংবা তার আগের কথা।তখনও চারিদিকে সেই ভাবে বসত গড়ে ওঠেনি। জঙ্গলে ঘেরা ছিল এলাকা, গ্রামের বাসিন্দা মানিকরাম বন্দোপাধ্যায় তখন রাজা উপাধি পাননি। কিন্তু মানুষের সঙ্গে তার আন্তরিক মেলামেশা, তার প্রাণভরা আতিথেয়তায়গ্রামের মানুষজন তাকে শ্রদ্ধা করতেন।
সেই মানিকরাম বর্ধমানের মহারাজের কাছ থেকে রাজা উপাধি লাভ করেছিলেন। এমনকি বর্ধমানের মহারাজা তাকে তার সত্যতা ও নিষ্ঠার পরিচয় পেয়ে প্রচুর সম্পত্তি দান করেছিলেন। এই রাজপ্রাসাদেই দেবী দুর্গার আরাধনের জন্য দুর্গা দালান গড়ে উঠে।শুরু হয় দেবীর আরাধনা,যা বর্তমান প্রজন্ম নিষ্ঠার সঙ্গে করে আসছে।
উল্লেখ্য, রামকৃষ্ণ পরমহংসদেব নাকি মনিকরাম বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজায় আসতেন। তিনি অবশ্য তখন অনেক ছোট।সকলের আদরে গদাই। মানিকরাজার আম বাগানে খেলে বেড়াতেন। রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত এই মানিকরাজার দুর্গাপূজো আজও মানিক বংশধরের সমানভাবে করে আসছে। তখন মানিক রাজার অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন গরীব হয় সংসার চালাতে পুরনো কলকাতায় বেতনভোগী হিসেবে কাজ করতেন।
advertisement
advertisement
কথিত আছে একদিন তিনি মায়ের স্বপ্ন দেখতে পান মা তাকে বলেছিলেন তুই আমাকে নিয়ে চল তোদের বাড়িতে আমি যাব। এরপরই নাকি কাজের জায়গায় ছুটি নিয়ে চলে আসেন তারপরে দুর্গাপূজার প্রচলন করেন। তার পরেই তিনি হয়ে উঠেন মানিক রাজা গড়ে উঠে তার সাম্রাজ্য।
advertisement
 
পরিবারের বংশধর প্রভাত বন্দোপাধ্যায় জানান, স্বয়ং রামকৃষ্ণদেব আসেন তিনি এখানে খেলা করতেন। জানা গিয়েছে প্রতিপদ থেকে ঘট বসানো হয় সেই দিন থেকেই পুজো শুরু হয়ে যায়। কর্ম সূত্রে এই পরিবারে অন্যান্য সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও পুজোর দিনগুলি সকলে এক সঙ্গে আনন্দ উপভোগ করেন। সবমিলিয়ে আজও রীতি মেনে রামকৃষ্ণের পদধূলি ধন্য মানিক রাজার বর্তমান প্রজন্ম দেবী দুর্গার আরাধনা করছেন। কিন্তু প্রাসাদ চলে‌যাচ্ছে কালের গহ্বরে ঐতিহাসিক স্থাপ্তত্য রক্ষণাবেক্ষণে কোন উদ্যোগ নেই।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ভেঙে পড়ছে রামকৃষ্ণ পরমহংসের পদধূলি ধন্য মানিক রাজার প্রাসাদ
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement