Hooghly News: তারকেশ্বরে একী করলেন পঞ্চায়েত প্রধান! বিরাট কাণ্ড! জানুন
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Hooghly News: তারকেশ্বরে কাণ্ড ঘটালেন পঞ্চায়েত প্রধান! জানুন
হুগলি: হুগলি জেলার তারকেশ্বরের বালিগোড়ী ১ পঞ্চায়েত বাসিন্দারা ক্ষুব্ধ তাদের ভুল বোঝানোর জন্য। স্থানীয় পঞ্চায়েত প্রধান গ্রামবাসীদের ভুল বুঝিয়ে গ্রামের পুকুর হাতিয়ে তা বিক্রি করে দিতে চাইছে অন্য এক ব্যবসায়ীর কাছে। বাসিন্দাদের অভিযোগ তারকেশ্বরের আগত যাত্রীদের সুবিধার্থে পুকুর বুজিয়ে পার্কিং প্লেস তৈরি করার কথা বলেছিলেন পঞ্চায়েত প্রধান। কিন্তু আদপে সেই পুকুর বুজিয়ে ব্যক্তিগত কাজে মালিকদের ভাড়া দিচ্ছে পঞ্চায়েতের প্রধান নিজেই।
ওই পুকুরের উপরে গ্রামের বেশ কিছু মানুষের কর্মসংস্থান নির্ভর করছিল তা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে পঞ্চায়েত প্রধান। যদিও এই অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করেছে পঞ্চায়েত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারকেশ্বর সিঙ্গুর রাস্তার পাশে বালিগোড়ী এলাকায় পিডব্লুডি র একটি পুকুর ছিল। যে পুকুরের উপর বেশকিছুটা নির্ভরশীল ছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ,এলাকাবাসীরা প্রতিবাদ জানালেও তারকেশ্বর পৌরসভার সমস্ত আবর্জনা এই পুকুরে ক্রমাগত ফেলতে ফেলতে পুকুরটি ব্যবহার অযোগ্য করে তোলা হয়।
advertisement
advertisement
এরই মাঝে স্থানীয় পঞ্চায়েত প্রধান স্থানীয়দের জানান, তারকেশ্বর ধামে যাত্রীদের সুব্যবস্থার জন্য পুকুরটি বুজিয়ে তাতে গাড়ি পার্কিং জোন তৈরি করা হবে। সেইমতো পুকুরটি বুজিয়েও ফেলা হয়। কিন্তু গত কয়েকদিন আগে স্থানীয় মানুষজনের নজরে পড়ে জায়গাটির উপর ব্যক্তিগত নার্সারির জন্য কাজ করা শুরু হয়েছে। ব্যাপারটি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের দাবী,পঞ্চায়েত প্রধান কাটমানি নিয়ে ব্যক্তিগত সংস্থাকে জায়গাটি পাইয়ে দিয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান হারাধন মজুমদারের পালটা দাবী, পি ডব্লু ডি এর সঙ্গে কথা বলেই কাজ করা হয়েছে, নার্সারির জন্য কয়েকমাসের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। তারপর ওই জায়গায় পার্কিং জোনই তৈরি করবে পি ডব্লু ডি।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2023 8:06 PM IST







