হোম /খবর /হুগলি /
কেটে দেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ, জলের অভাবে চাষের জমিতে ফাটল, মাথায় হাত কৃষকদের

Hooghly News: কেটে দেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ, জলের অভাবে চাষের জমিতে ফাটল, মাথায় হাত কৃষকদের

X
জল [object Object]

চাষের জমিতে জল দেওয়ার জন্য বিদ্যুৎ দফতর থেকে বিশেষ কানেকশন দেওয়া হয়েছিল গ্রামবাসীদের। কিন্তু বকেয়া বিদ্যুতের বিল না মেটায় সেই কানেকশন কেটে দিয়েছেন দফতরের আধিকারিকরা। তাতেই বিপাকে পড়েছেন গ্রামের চাষীরা। 

  • Share this:

    হুগলি: চাষের জমিতে জল দেওয়ার জন্য বিদ্যুৎ দফতর থেকে বিশেষ কানেকশন দেওয়া হয়েছিল গ্রামবাসীদের। কিন্তু বকেয়া বিদ্যুতের বিল না মেটানোয় সেই কানেকশন কেটে দিয়েছেন দফতরের আধিকারিকরা।  তাতেই বিপাকে পড়েছেন গ্রামের চাষীরা। ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডীতলার আইয়া গ্রাম পঞ্চায়েতের গণেশপুর এলাকার। মাথায় হাত  কয়েকশো চাষীর।

    চাষীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সমিতিকে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু টাকা জমা পড়েনি। বিদ্যুত দফতরের বকেয়া টাকা তছরুপ করার অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সমিতির এক নেতার বিরুদ্ধে। সময়মত জল না মেলায় চাষের জমিতে ফাটল দেখা দিয়েছে, ফলন কম হবে, এমনটাই দাবি চাষীদের। কি করে মেটাবে মহাজনের ঋণ? চিন্তায় চাষীরা। চাষীদের দাবি, প্রসাশন বিষয়টির প্রতি নজর দিক এবং বিদ্যুত সংযোগের ব্যবস্থা করা হোক।

    স্থানীয় চাষীরা জানান, মিনি পাম্পের জল দিয়ে ৪০-৫০ বিঘে জমিতে চাষ হয়। ওই মিনি পাম্পের উপরেই নির্ভরশীল এলাকার চাষীরা।চণ্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মলয় খাঁ জানিয়েছেন, সমিতিতে বিদ্যুৎ দফতরের কোনওরকম বিল জমা পরেনি, চাষীরাও  কোনও টাকা দেননি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    বিদ্যুৎ অফিস সূত্রে খবর, বিদ্যুত বিল বকেয়া রয়েছে প্রায় তিন লক্ষেরও বেশি টাকা । বকেয়া টাকা জমা পড়লে বিদ্যুৎ সংযোগ করা হবে।

    রাহী হালদার

    First published:

    Tags: Bankura