Hooghly news: অতি ভক্তি কি চোরের লক্ষণ ! শেওড়াফুলির দুর্গা পুজোর সিসিটিভি ফুটেজ ভাইরাল ! দেখুন কী হল!

Last Updated:

Hooghly news: নবমীর রাতে শেওড়াফুলির একটি আবাসনের দুর্গা পুজোয় যা ঘটল, ভাবতেও পারবেন না! সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই মাথায় হাত!

+
পুজো

পুজো মণ্ডপ থেকে চুরি সিসিটিভি দৃশ্য

#হুগলি : কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষণ। ঠিক এমনটাই ঘটেছে নবমীর রাতে শেওড়াফুলির একটি আবাসনের দুর্গা পুজোয়। চুরির আগে মা দুগ্গাকে ভক্তি ভরে প্রণাম করে চটি খুলে ঠাকুরের শাড়ি, বাসনপত্র সব নিয়ে চম্পট দেয় চোর। কিন্তু চোর বাবা জীবন জানতেন না তার পরেও কারোর নজর রয়েছে। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসি টিভিতে। আর তাই দেখেই নেটিজেনরা বলছেন অতি ভক্তি চোরের লক্ষণ।
ঘটনাটি ঘটে শেওড়াফুলি চার নম্বর রেল গেটের সামনে দিশারী মহিলা আবাসনের পুজো মণ্ডপে। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, সাত বছর ধরে পুজো হচ্ছে এই আবাসনে। নমবীর গভীর রাতে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। সেই চুরির দৃশ্য ধরা পড়ে সিসি টিভিতে। সিসি টিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন টুপি পরে পুজো মণ্ডপের সামনে এল,তার পিঠে ব্যাগ, হাতে একটা বড় সাদা ব্যাগ। প্রথমে ঠাকুরকে প্রণাম করল, এদিক ওদিক দেখে নিয়ে চটি খুলে মণ্ডপে প্রবেশ করল সে। কিছুক্ষণ পরে বেরিয়ে এল ভর্তি ব্যাগ নিয়ে।এরপর রাস্তা দিয়ে হেঁটে চলে গেল চোর।
advertisement
advertisement
মা দুগ্গাকে প্রণাম করে চোর কি বলছিল যদিও সেটা অবশ্য ওই চোর ছাড়া কেউই বলতে পারবে না। তবে এই নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ মজার আসর তৈরি হয়েছে।চুরি গেছে ঠাকুরের বাসন পত্র, সহ পুজোর বিভিন্ন সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। সিসি টিভি ফুটেজ দেখে চোর ধরতে তৎপর হয়েছে পুলিশ। আবাসনের বাসিন্দা প্রিয়াঙ্কা দাস জানান,তাদের সাত বছরের পুজোয় এরকম কোনও দিন হয়নি।দশমী পুজোর আগে সব কিছু চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। ওই দিন অনেক রাত পর্যন্ত আবাসনের লোকজন ছিল।তবে ভোরের দিকে মন্ডপে কেউ ছিল না। সেই সু্যোগে চোর চুরি করে চলে যায়।আবাসনের সিসি টিভিতে চোরের কীর্তি ধরা পড়েছে সেটা হয়ত চোরের জানা ছিল না।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly news: অতি ভক্তি কি চোরের লক্ষণ ! শেওড়াফুলির দুর্গা পুজোর সিসিটিভি ফুটেজ ভাইরাল ! দেখুন কী হল!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement