Betel Leaves: ঝুলনযাত্রার উৎসবে মশলায় ভরপুর রকমারি স্বাদের ৩ টে পান ১০ টাকায়! জানুন ঠিকানা
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Betel Leaves: পানের তালিকায় রয়েছে ফায়ার পান, আইস পান, চকলেট পান-সহ ২৬ টি ফ্লেভার
শুভজিত ঘোষ, গোঘাট: দুপুরে খাওয়ার শেষে এক খিলি পান দরকার হয় অনেকেরই। কেউ বাড়িতে বানিয়ে পান খান কেউ আবার দোকানে অনেক রকম পান।কিন্তু বাজারে এক পিস পানের দাম সাধারণত ৫ থেকে ১০ টাকা হয়। কিন্তু সেই পানই পাওয়া যাচ্ছে মাত্র ১০ টাকায় ৩ টে পান। শুনে হয়তো অনেকেরই অবাক হচ্ছেন। আবার কেউ কেউ বিশ্বাসই করছেন না। কিন্তু এমনই ঘটনা হুগলির গোঘাটের ধুলেপুরে।জানা যায় ধুলেপুরে ঝুলন উৎসবে মেলা বসেছে, আর সেইখানেই অভিনব এই ভাবনাটি ধুলেপুর গ্রামের ‘গাঙ্গুলি পান স্টল’-এর কর্ণধার দিগম্বর গঙ্গোপাধ্য়ায়ের।
আর এই প্রতিষ্ঠানের প্রাচীনতম এবং ঐতিহ্যপূর্ণ ঝুলন উৎসবকে ঘিরে আগামী পাঁচ দিন তিনি মাত্র ১০ টাকায় ৩ টি বিভিন্ন ধরনের মিষ্টি পান খাওয়াবেন সাধারণ মানুষকে। আর এই পানের তালিকায় রয়েছে ফায়ার পান, আইস পান, চকলেট পান-সহ ২৬ টি ফ্লেভার। স্বাভাবিকভাবেই পানপ্রেমী মানুষজনদের মধ্যে এখন খুশির হাওয়া।
advertisement
উল্লেখ্য, গাঙ্গুলি পান স্টলে এটা প্রথমবার নয়। এর আগেও তিনি বহু বার এত কম দামে পান দিয়েছেন। এমনকি আরামবাগ মহকুমায় ১০ টাকায় ৫ পিস পান হোম ডেলিভারি পর্যন্ত করেছে। এই বিষয়ে গাঙ্গুলি পান স্টল-এর কর্ণধার দিগম্বরবাবু জানান, ‘‘গ্রামের মধ্যে ঐতিহ্যপূর্ণ এই ঝুলন উৎসব। প্রায় পাঁচ দিন ধরে জাঁকজমক ভাবে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি মেলা চলে। মহকুমার বহুদূরান্ত থেকে এই মেলায় আসে। যদি ছোট্ট ব্যবসায়ী হয়ে আমি এই পানের দোকানে প্রচার করতে পারি, কম টাকায় পান দিয়ে তাহলে হয়তো ব্যবসার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে। তাই এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস আমাদের সকলেরই।’’
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2023 2:14 PM IST