Hooghly News: পুজোর মুখে বন্যা! শেষ কবে হয়েছিল মনে করতে পারছেন না প্রবীণরা'ও
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পুজোর মুখে বন্যা পরিস্থিতি হুগলির খানাকুলে। ডিভিসি টানা জল ছাড়ায় প্লাবিত নদীর তীরবর্তী এলাকা
হুগলি: একটানা বৃষ্টি এবং ডিভিসি-এর ব্যারেজগুলো থেকে টানা জল ছাড়ায় প্লাবিত খানাকুলের নদী তীরবর্তী গ্রামগুলো। ভয়াবহভাবে ফুঁসছে নদীগুলো। ইতিমধ্যে মুণ্ডেশ্বরী নদীর জলে প্লাবিত খানাকুল-১ ব্লকের পোল-২ পঞ্চায়েতের পাতুল এলাকা।
বন্যা পরিস্থিতির ফলে খানাকুলের এই এলাকায় ৫০ থেকে ৬০টি পরিবার ভয়ঙ্কর বিপদে পড়েছে। বাড়ি জলের তলায় চলে গেছে। গ্রামবাসীরা বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। যেভাবে নদীতে জল বাড়ছে তাতে ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও জলাধারগুলি থেকে ছাড়া জলে ফুঁসছে মুন্ডেশ্বরী। জল বাড়ছে দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণ নদীতেও। এই পরিস্থিতিতে পুজোর আগেই বড় ধরনের বন্যার আশঙ্কায় আরামবাগ মহকুমার মানুষ। খানাকুলের রামমোহন-২ পঞ্চায়েত, চিংড়া গ্রাম পঞ্চায়েত, মারোখানা গ্রাম পঞ্চায়েত, সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত সহ একাধিক এলাকার বিভিন্ন গ্রাম প্লাবিত হতে শুরু করেছে। নদী তীরবর্তী এলাকায় থাকা বেশ কয়েকটি পরিবারকে ইতিমধ্যেই সরিয়ে অস্থায়ী ত্রাণ শিবিরে রাখা হয়েছে। জল যে ভাবে বাড়ছে তাতে ঝুঁকি নেয়নি প্রশাসন।
advertisement
এদিকে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় চাষেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। বহু ফসল ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। সব মিলিয়ে খানাকুল সহ আরামবাগ মহকুমাজুড়ে পুজোর আগে আতঙ্ক ক্রমশ বাড়ছে।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2023 1:02 PM IST









