Durga Puja 2023: বাড়ির সামনেই এ বার ফ্রান্সের আইডিয়াল প্যালেস! কোথায় গেলে দেখতে পাবেন, জেনে নিন
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
Durga Puja 2023: বালির সঙ্গে রাসায়ানিক মিশিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব মণ্ডপ। রয়েছে একাধিক মূর্তি।
হুগলি: বালি দিয়ে তৈরি হচ্ছে গোটা মণ্ডপ। চুঁচুড়া পঞ্চানন তলার ৩০ তম বর্ষের বিশেষ আকর্ষণ বালির মণ্ডপ। ফ্রান্সের আইডিয়াল প্যালেসের আদলে তৈরি করা হচ্ছে এই মণ্ডপটি। যেখানে বালির সঙ্গে রাসায়ানিক মিশিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব মণ্ডপ। রয়েছে একাধিক মূর্তি। সর্বধর্ম সমন্বয়ের কথা মাথায় রেখে ফুটিয়ে তোলা হচ্ছে এই মণ্ডপ।
ফ্রান্সের একজন ডাক পিয়ন ছিলেন ফরদিনান চোভাল। ১৯২৩ সালে তিনি নিজের হাতে তৈরি করেছিলেন তার স্বপ্নের প্রাসাদ বাড়ি। কোনও রকম পুঁথিগত শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই নিজের ইচ্ছা শক্তির বলে ৩৩ বছর ধরে কাজ করে ফরদিনান তৈরি করেছিলেন তাঁর স্বপ্নের প্রাসাদ আইডিয়াল প্যালেসে। মূলত স্ত্রী ও কন্যাকে উৎসর্গ করে তৈরি করেছিলেন তিনিই প্রাসাদটি। পরবর্তীতে ফরদিনানের মৃত্যুর পর ফ্রান্স সরকার আইডিয়াল প্যালেসকে সে দেশের জাতীয় সৌধের স্বীকৃতি দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোয় পুরুলিয়ায় চাহিদার তুঙ্গে কোন ডিজাইনের পাঞ্জাবি?
ফ্রান্সের আইডিয়াল প্যালেস নুরি পাথর দিয়ে তৈরি হলেও পঞ্চানন তলায় তার প্রতিরূপ মণ্ডপটি তৈরি হচ্ছে বালি দিয়ে। মণ্ডপের মধ্যে ঢুকলে দেখতে পাওয়া যাবে বিভিন্ন ধর্মের দেবদেবীর মূর্তি। শিখ, ইশাই, ইহুদি খ্রিস্টান সকল ধর্মের পূজনীয় দেব-দেবীদের মূর্তি থাকবে এই মণ্ডপের মধ্যে। দেবী দুর্গার মূর্তি তৈরি হচ্ছে বালির রঙের। পূজা উদ্যোক্তারা মনে করছেন, তাঁদের এই বছরের উপস্থাপনা অন্যান্য বছরের থেকে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করবে দর্শনার্থীদের।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 5:09 PM IST