Howrah Bandel Local Train : রবিবার দিনভর ডাউন লাইনে ট্রেন চলাচলে বিপত্তি! হাওড়া ব্যান্ডেল শাখায় ভোগান্তি চরমে
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Howrah Bandel Local Train : উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য পাওয়ার ব্লক হওয়ায় বিঘ্নিত ট্রেন চলাচল। রবিবার সকাল দশটা থেকে অনিয়মিত হয়ে পড়ে ট্রেন। পৌনে এগারোটা থেকে ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল।
হুগলি: সপ্তাহের শেষের ছুটির দিনেও ট্রেন যাত্রায় ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। রবিবার সকাল থেকেই হাওড়া ব্যান্ডেল শাখার ডাউন লাইনের ট্রেন চলাচল বিঘ্নিত। ডাউন লাইনে দাঁড়িয়ে রয়েছে একের পর এক লোকাল ট্রেন। কোনও স্টেশনে ১৫ মিনিট, কোথাও বা ২০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকছে ট্রেন। ট্রেন চলাচল করলেও তা খুবই ধীরগতিতে চলার কারণে সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা।
রেল সূত্রে খবর, উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য পাওয়ার ব্লক হওয়ায় বিঘ্নিত ট্রেন চলাচল। রবিবার সকাল দশটা থেকে অনিয়মিত হয়ে পড়ে ট্রেন। পৌনে এগারোটা থেকে ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। কোন্নগর এক নম্বর প্লাটফর্মে আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকাল। ডাউন গ্যালোপিং কাটোয়া লোকাল দাঁড়িয়ে পরে রিষড়া স্টেশনে। যদিও হাওড়া ব্যান্ডেল আপ লাইনে ট্রেন স্বাভাবিক চলছে। সাড়ে এগারোটায় কোন্নগর স্টেশন থেকে ছেড়ে যায় কাটোয়া লোকাল। এখনও পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল করলেও তা খুবই সময় সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে।
advertisement
advertisement
এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কাজ চলছে উত্তরপাড়া স্টেশনে। সেখানে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য তিনটি পয়েন্টে কাজ হচ্ছে। সেই কারণেই ডাউন লাইনের ট্রেন চলাচল একটু ধীরগতিতে চলছে।
advertisement
এই বিষয়ে এক নিত্যযাত্রী জানান, তাঁরা গ্যালোপিং ট্রেনে উঠেছিলেন তাড়াতাড়ি হাওড়া পৌঁছানোর জন্য। তবে শ্রীরামপুরের পর থেকে প্রতি স্টেশনে প্রায় ১০ থেকে ১৫ মিনিট করে ট্রেন দাঁড়িয়ে থাকছে। যার ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না নিত্যযাত্রীরা।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2023 3:24 PM IST