Hooghly News: আবর্জনার স্তূপ হয়ে পড়ে থাকা দিঘি সংস্কার করে মাছ চাষ শুরুর দাবি এলাকাবাসীর
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
গোঘাটের কোকন্দ দিঘি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। এই দিঘি সংস্কার না হওয়ায় এলাকায় পোকামাকড়ের উৎপাত বেড়েছে বলে তাঁদের অভিযোগ
হুগলি: সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে গোঘাটের কোকন্দ দিঘি। বদনগঞ্জ ফুলুই দু'নম্বর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত এই দিঘি। দিঘিটি প্রায় ১৪ থেকে ১৫ বিঘা সরকারি জমির উপর তৈরি। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার না হয়ে পড়ে আছে। এর ফলে মশা-মাছির উপদ্রব বাড়ছে। সামনে স্কুল, পঞ্চায়েত অফিস, গ্রামের মানুষের বসবাস। এদিকে দিঘির দূষিত জলে পরিবেশ দূষিত হচ্ছে। বহুদিন ধরে সংস্কার এবং ব্যবহার না হওয়ার জন্য গ্রামবাসীরা প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন। স্থানীয়দের দাবি, কোকন্দ দিঘি সংস্কার করে সেখানে মাছ চাষ করা হোক।
অন্যদিকে গ্রামবাসীদের একাংশ জানান, এই কোকন্দ দিঘি সরকারি হওয়ায় অতীতে এখানে মাছ চাষ করে অর্থ উপার্জন করত গ্রামের মানুষ। কিন্তু দীর্ঘদিন দিঘি সংস্কার না হওয়ায় সেই রোজগার বন্ধ হয়ে গিয়েছে।এই অবস্থায় এলাকাবাসীর একটাই দাবি, কোকন্দ দিঘি সংস্কার করা হোক। যাতে পুনরায় সেখানে মাছ চাষ করা যায়।
advertisement
advertisement
স্থানীয়রা জানিয়েছেন এই দিঘি সংস্কার না হওয়ায় এলাকায় পোকামাকড়ের উৎপাত বেড়েছে। সামনেই বর্ষাকাল। তার আগে সংস্কার কাজ না হলে বিপদ বাড়বে বলে দাবি।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 12:58 PM IST