Hooghly News: ভাইফোঁটায় বাজার কাঁপাচ্ছে ক্ষীর চকোলেটের ওয়ার্ল্ড কাপ সন্দেশ! খরচ কত জানেন
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
Hooghly News: ভাইফোঁটার মিষ্টিতে বিশ্বকাপ তৈরি করে চমক দিয়েছে ব্যান্ডেলের এক মিষ্টান্ন প্রতিষ্ঠান। আইসিসি বিশ্বকাপ ২০২৩ ট্রফির রেপ্লিকা তৈরি হয়েছে ক্ষীর চকোলেট দিয়ে।
হুগলি: বাঙালি ক্রিকেট প্রিয়। বাঙালি মিষ্টি প্রেমী। মিষ্টির প্রেম এবং ক্রিকেটার প্রতি ভালবাসা যখন এক হয়ে যায়, তখনই উঠে আসে নতুন চমক। টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে গোটা দেশ স্বপ্ন দেখছে তৃতীয়বারের বিশ্বকাপ জয়ের। তবে ভারতীয় ক্রিকেট দলের হাতে ওয়ার্ল্ড কাপ ওঠার আগে সমস্ত ভাইয়ের পাতে ভাইফোঁটার দিনে পড়তে চলেছে ওয়ার্ল্ড কাপ সন্দেশ।
ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বাকি আর দু’টি খেলা। তারপরই হয়ত তৃতীয় বারের জন্য ভারতবাসীকে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ উপহার তুলে দিতে পারবেন বিরাট-রোহিতরা। আর ভাইফোঁটার মিষ্টিতে সেই বিশ্বকাপ তৈরি করে চমক দিয়েছে ব্যান্ডেলের এক মিষ্টান্ন প্রতিষ্ঠান। আইসিসি বিশ্বকাপ ২০২৩ ট্রফির রেপ্লিকা তৈরি হয়েছে ক্ষীর চকোলেট দিয়ে। ছোটো-বড় বিভিন্ন আকারের বিশ্বকাপ মিষ্টি ভাই ফোঁটার জন্য বিক্রি হচ্ছে দেদার।
advertisement
advertisement
মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্নধার শুভেন্দু মণ্ডল বলেন, “প্রতিবার ভাই ফোঁটায় চিরাচরিত খাজা, গজা, লবঙ্গ লতিকা, বেকড রস মাধুরী, ক্ষীর মোহন, অমৃত কলশ, ক্ষীর সুন্দরী তো আছেই। যেহেতু বিশ্বকাপ চলছে চারদিকে তাই বিশ্বকাপ জ্বর। তাই আমরাও মিষ্টির উপরে একটু এক্সপেরিমেন্ট করেছি। ভাই ফোঁটার মিষ্টিতে বিশ্বকাপ এ বারের চমক। ছোটো বিশ্বকাপের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা। অনেকেই এই মিষ্টি পছন্দ করছেন। কিনে নিয়ে যাচ্ছেন। ভারত এ বার বিশ্বকাপ জিতবে কোনও সন্দেহ নেই। আর ভারত বিশ্বকাপ জিতলে মিষ্টি মুখ হবে।”
advertisement
ক্রেতারা বলেন, ভাই ফোঁটার প্রচলিত মিষ্টি বাইরে এই ধরনের বিশ্বকাপ একেবারে নতুন। বোনেরা ভাইদের এই নতুন মিষ্টি খাওয়াতে পারবেন।আশা করা যায়, ভারত বিশ্বকাপ জিতবে। দেশে বিশ্বকাপ আসবে আর ভাইফোঁটাতেও বিশ্বকাপ ঘরে ঘরে পৌঁছে যাবে।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2023 10:02 AM IST