Hooghly News: গাড়ি দুর্ঘটনার কবলে খোদ রাজ্যের পরিবহণ মন্ত্রী, আটক লরিচালক, শুরু তদন্ত

Last Updated:

বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ডানকুনির মাইতি পাড়ার কাছে ঘটে দুর্ঘটনা। গাড়ির মধ্যে ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, গাড়ির চালক ও তাঁর দেহরক্ষী। 

হুগলি: গাড়ি দুর্ঘটনার কবলে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ডানকুনির মাইতি পাড়ার কাছে ঘটে দুর্ঘটনা। গাড়ির মধ্যে ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, গাড়ির চালক ও তাঁর দেহরক্ষী। একটি পণ্যবাহী ট্রাক পিছন থেকে এসে ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে। দুর্ঘটনার কবলে পড়েও কপাল জোরে সবাই অক্ষত রয়েছেন। লরি চালককে আটক করেছে ডানকুনি থানার পুলিশ। নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পনা মাফিক কাজ তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতা থেকে কাজ সেরে নিজের পৈত্রিক বাড়ি কোন্নগর কানাইপুরে ফিরছিলেন মন্ত্রী। এই দিন রাতে বাড়ি ফেরার জন্য নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছিলেন তিনি। দ্বিতীয় হুগলি সেতু ধরে ডানকুনির হয়ে কোন্নগর আসার পরিকল্পনা ছিল তার। হঠাৎই ডানকুনির মাইতি পাড়ার কাছেই ঘটে দুর্ঘটনা। একটি ট্রাক এসে পিছন থেকে ধাক্কা মারে মন্ত্রীর গাড়িকে। কপাল জোরে বেঁচে যান তিনজনেই। গাড়ির মধ্যে থাকা তিন জনাই অক্ষত অবস্থায় রয়েছেন।
advertisement
আরও পড়ুন-গতকালের ঘটনার সিদ্ধান্ত প্রশাসনিক, এখানে রাজনৈতিক দলের তরফে কোনও মন্তব্য নেই, বললেন কুণাল
ইতিমধ্যেই লরিটিকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ। নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে কি তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু পুলিশের তরফে।
advertisement
মন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন। ফেরার সময় হঠাৎই দুর্ঘটনাটি ঘটে। তবে কোথাও কোনও চোট লাগেনি কারও। গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত অবস্থায় রয়েছেন। পুলিশ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। লরিও চালককে আটক করা হয়েছে।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: গাড়ি দুর্ঘটনার কবলে খোদ রাজ্যের পরিবহণ মন্ত্রী, আটক লরিচালক, শুরু তদন্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement