Bangla News: গলায় পোস্টার ঝুলিয়ে ঘুড়ছেন বিজেপি কাউন্সিলার! কারণে শুনলে অবাক হয়ে যাবেন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
বোর্ড মিটিংয়ে না ডাকায় গলায় পোস্টার ঝুলিয়ে পৌরসভা চত্বর অভিনব প্রতিবাদ জানিযয়ে ঘুরে বেড়ালেন বিরোধী দলের কাউন্সিলর। বিভিন্ন মিটিংয়ে বারবার ডাকা হয়নি এবং বলেও কোন কাজ হয়নি
আরামবাগঃ বোর্ড মিটিংয়ে না ডাকায় গলায় পোস্টার ঝুলিয়ে পৌরসভা চত্বর অভিনব প্রতিবাদ জানিয়ে ঘুরে বেড়ালেন বিরোধী দলের কাউন্সিলর। বিভিন্ন মিটিংয়ে বারবার ডাকা হয়নি এবং বলেও কোন কাজ হয়নি। তাই এবার গলায় লিখিতভাবে পোস্টার ঝুলিয়ে পৌরসভা চত্বর ঘুরে বেড়ালেন হুগলির আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। জানা যায়, এলাকার কোনও উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে কোন আলোচনা করা হচ্ছে না। এমনকী তাঁর ওয়ার্ডের উন্নয়নের কোন প্রকল্প গ্রহণ করা হচ্ছে না। হলে এলাকার মানুষের কাছে পরিষেবা না পাওয়ার কারণে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বড় পরিবর্তন! শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল দুদিন! না জেনে বের হলে বিপদে পড়বেন
উল্লেখ্য, তৎকালীন সিপিএম ক্ষমতায় থাকার সময় তৃণমূল কংগ্রেস বোর্ড মিটিংয়ে এবং বিভিন্ন উন্নয়নের কাজের ডাক পেয়েছে। অথচ তাঁরা ক্ষমতায় এসে বিরোধীদেরকে বঞ্চিত করছে। এরফলে সাধারণ মানুষের কাছে পরিষেবার দেওয়ার জন্য পাশে দাঁড়ালেও পৌরসভা কোনরূপ দায়ভার নিচ্ছে না। ১৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ উন্নয়ন না পেয়ে ক্ষুব্ধ হচ্ছেন। দ্রুত পরিষেবা দেওয়ার দাবি তুলেছেন সকলেই।
advertisement
এই বিষয়ে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জানান, ‘পৌরসভা নির্বাচন হওয়ার পরে কোনরকম সাহায্য করছেন না পৌরপ্রধান থেকে কর্মীরা। এমনকী বোর্ড মিটিং এবং উন্নয়নের প্রকল্প কথা বললে তাও গুরুত্ব দিচ্ছে না। মূলত একটাই কারণ বিরোধী দল থেকে কাউন্সিলর হয়েছি বলে এই সমস্যা করছে।’ তিনি এলাকার মানুষের স্বার্থে যাতে উন্নয়ন এবং পরিষেবা দিতে পারেন তার দাবি তুলেছেন।
advertisement
advertisement
যদিও পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারী জানিয়েছেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করেছেন। বিশ্বজিৎ বাবু তথা বিরোধী কাউন্সিলকে পৌরসভায় গুরুত্বপূর্ণ মিটিং থেকে বিভিন্ন কাজে ডাকা হয় কিন্তু তিনি আসেন না।এই কারণেই এলাকার মানুষ ক্ষুব্ধ হচ্ছেন।’
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 2:56 PM IST