Hooghly News: থিমের প্যান্ডেল গড়তে এঁরাই জোগান সাজানোর সামগ্রী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই মণ্ডপগুলি সাজানোর জন্য চরম ব্যস্ততা থাকেন বুম্বা। তাঁর অধীনে বেশ কিছু কর্মচারী কাজ করেন। ফলে অনেককে রুটিরুজির পথ দেখাচ্ছেন এই থিম শিল্পী
হুগলি: বিভিন্ন রকম জিনিস দিয়ে সেজে উঠবে দুর্গাপুজোর থিমের প্যান্ডেলগুলি। আর এই থিমের বিভিন্ন কারুকার্য দীর্ঘদিন ধরে তৈরি করে আসছেন গোঘাটের এক শিল্পী। কলকাতার পুজা মণ্ডপের পাশাপাশি এখন প্রত্যন্ত গ্রামের থিমের প্যান্ডেলও চমকে দিচ্ছে। গোঘাটের মদিনা এলাকায় নিজের বাড়িতে বিভিন্ন জিনিস দিয়ে থিমের উপকরণ তৈরি করেন শিল্পী বুম্বা ঘোষ। তিনি ফোম, মাটির হাঁড়ি, রং সহ থার্মোকলের মাধ্যমে নানান কিছু প্রস্তুত করছেন। যা দিয়ে সেজে উঠবে দুর্গাপুজোর মণ্ডপগুলি।
পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই মণ্ডপগুলি সাজানোর জন্য চরম ব্যস্ততা থাকেন বুম্বা। তাঁর অধীনে বেশ কিছু কর্মচারী কাজ করেন। ফলে অনেককে রুটিরুজির পথ দেখাচ্ছেন এই থিম শিল্পী। এই বিষয়ে থিম শিল্পী বুম্বা ঘোষ জানান, প্রতিবছরই কিছু না কিছু থিমের জিনিস তৈরি করে চমক দেন।কিন্তু এবছর পরিবেশবান্ধব জিনিস দিয়েই থিম তৈরি করছেন। কোনও প্লাস্টিকের ব্যবহার করছেন না। ঘণ্টা, দেবদেবীর মূর্তি, শিবলিঙ্গ, কাঠপুতুল দুর্গা, ছোট্ট মাটির হাড়ি, ফোমের ডিজাইন সহ ফুলের জিনিস তৈরি করছেন।
advertisement
advertisement
করোনার সময় থমকে গিয়েছিল কাজ। ধীরে ধীরে আবারও শুরু হয়েছে দুর্গাপুজো এবং থিমের প্যান্ডেল তৈরি। সবকিছু আগের ছন্দে ফেরায় খুশি এই থিম শিল্পী।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 4:08 PM IST