Hooghly News: জনবহুল এলাকায় বিষধর সাপ, উদ্ধার করল পুশুপ্রেমী সুব্রত সাহা
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Hooghly News: ঘটনাস্থলে পৌঁছে ওই সাপটিকে উদ্ধার করে পশুপ্রেমী। রীতিমতো এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে
হুগলি: বর্তমানে চলছে বর্ষাকাল। আর এই বর্ষাকালেই গ্রামেগঞ্জে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। প্রতিবছরই সাপের কামড়ে প্রাণ যায় বহু মানুষের। এবার তারকেশ্বর বিধানসভার বালিগড়ি দু’নম্বর পঞ্চায়েতের নজিরপুরে একটি বিষধর সাপকে উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায় হঠাৎই এদিন জনবহুল ওই এলাকায় বিষধর সাপটিকে দেখতে পায় স্থানীয়রা। এই বিষধর সাপটি কাছে পৌঁছাতে আক্রমণ করতে আসে। প্রাণে বাঁচতে অনেকেই এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনা জেরে খবর দেওয়া হয় পশুপ্রেমীকে সুব্রত সাহা কাছে। ঘটনাস্থলে পৌঁছে ওই সাপটিকে উদ্ধার করে পশুপ্রেমী। রীতিমতো এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
এই বিষয়ে পশুপ্রেমী সুব্রত সাহা জানান, সাপ মারবেন না। সাপে কামড়ালে গুনিন এবং ওঝার বাড়ি যাবেন না। যেকোনো সময় সাধারণ মানুষ আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করুন। সুব্রতর ছোটবেলা থেকেই বিভিন্ন জীবজন্তুর প্রতি অগাধ ভালবাসা। বর্তমানে বালিঘড়ি ১ ও ২ নম্বরে পঞ্চায়েতের কোন ব্যক্তির বাড়িতে বিষধর সাপ চলে এলে উদ্ধারের জন্য একমাত্র দ্রুত পৌঁছন সুব্রত বাবু। পরিবেশে ভারসাম্য যাতে নষ্ট না হয় এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ভালবাসা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 6:39 PM IST
