Hooghly News: মঙ্গলকোট থেকে বেরিয়েও ভিড়ের চাপে একুশের সভা অধরা, ডানকুনিতে জমিয়ে হল চড়ুইভাতি

Last Updated:

বর্ধমানের মঙ্গলকোট থেকে রওনা দিয়েছিলেন কলকাতার সমাবেশের উদ্দেশ্যে। কিন্তু ভিড়ের চাপে শেষ পর্যন্ত একুশের সভায় পৌঁছতে পারলেন না ৭০ জন তৃণমূল কর্মী সমর্থক। তাই হুগলির ডানকুনিতেই গাড়ি থামিয়ে চড়ুইভাতিতে মাতলেন তাঁরা

+
title=

হুগলি: ২১ জুলাই তৃণমূলের শহিল দিবসের সমাবেশে যোগ দেবেন বলে বর্ধমানের মঙ্গলকোট থেকে রওনা দিয়েছিলেন ৭০ জন। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে তাঁরা সভাস্থলের ধারে কাছেও পৌঁছতে পারেননি। কলকাতার বদলে ডানকুনিতেই নেমে পড়েন ওই তৃণমূল কর্মী সমর্থকরা। সেখানেই শুক্রবারের বৃষ্টিস্নাত দুপুরে সকলে মিলে চড়ুইভাতি করলেন। খেতে খেতে মোবাইলে ৭০ জন একসঙ্গে শুনলেন দলনেত্রীর বক্তব্য। সভাস্থলে না পৌঁছেও ডানকুনিতে বসেই সেই আঁচ অনুভব করলেন মঙ্গলকোটের ওই তৃণমূল কর্মী সমর্থকরা।
প্রতিবছর ২১ জুলাই তৃণমূল শহিদ দিবস পালন করে। আর প্রতিবছর‌ই দূর দূরান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ সভাস্থলে পৌঁছতে পারেন না। তাঁরা এই ভাবেই দূরে বসে খাওয়া-দাওয়া করেন। আবার অনেকে কাছাকাছি কোন‌ও পার্কে গিয়ে সময় কাটান। এবারেও তার অন্যথা হল না। সেই দলে পড়ে যান ওই মঙ্গলকোটের ৭০ জন কর্মী সমর্থক। তাঁদের যাত্রা এবার থেমে যায় হুগলির ডানকুনিতেই।
advertisement
advertisement
শুক্রবার দুপুরে মঙ্গলকোটের ওই ৭০ জন তৃণমূল কর্মী সমর্থকদের পাতে পড়ল ভাত, ডাল, চাটনি, পাঁপড় আর মুরগির মাংস। একেবারে জমজমাট মেনু। সভাস্থলে পৌঁছতে না পারা নিয়ে আক্ষেপ থাকলেও দিদির বক্তব্য মোবাইলে শুনে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন ওই তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি উপরি পাওনা হয়ে রইল দুপুরের চড়ুইভাতি।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মঙ্গলকোট থেকে বেরিয়েও ভিড়ের চাপে একুশের সভা অধরা, ডানকুনিতে জমিয়ে হল চড়ুইভাতি
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement