১ এপ্রিল থেকে ভাড়া বাড়ছে জাতীয় সড়কের টোল প্লাজায়

Last Updated:
#নয়াদিল্লি: ১ এপ্রিল থেকে জাতীয় সড়কের টোল প্লাজায় ভাড়া বাড়ানো হচ্ছে বলেই জানিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। ভাড়া বাড়ানো হয়েছে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত। ন্যাশনাল হাইওয়ে ২-র প্রজেক্ট ডিরেক্টর মহম্মদ সাফি জানিয়েছেন, 'সারা দেশ জুড়ে NHAI-এর অধীনে মোট ৩৭২টি টোল প্লাজা রয়েছে। প্রত্যেক অর্থবর্ষের শুরুতেই ভাড়ার রদবদল করা হয়। হোলসেল প্রাইস ইনডেক্সের ভিত্তিতেই ভাড়া বদল করা হয় ৷ এক এক টোল প্লাজার এক এক রকম ভাড়া হতে পারে ৷ ’’
৩১ মার্চ থেকে কার্যকর হতে চলেছে নতুন ভাড়া ৷ বেশির ভাগ প্লাজাতেই ৫ শতাংশ ভাড়া বাড়তে চলেছে ৷ ২ নম্বর জাতীয় সড়ক ধরে যে সব ছোট গাড়ি দিল্লি থেকে আগ্রার মধ্যে চলাফেরা করে সেগুলি থেকে ১০ টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে আগামী রবিবার থেকে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
১ এপ্রিল থেকে ভাড়া বাড়ছে জাতীয় সড়কের টোল প্লাজায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement