শীতের অন্যতম প্রিয় সবজি ব্রোকলি, তা দিয়ে বানিয়ে ফেলুন স্টারফ্রাই

Last Updated:

বিদেশি রান্নার সঙ্গে ব্রোকলি পছন্দ করেন অনেকেই। বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের এই সবজি ।

#কলকাতা: শীতকালীন প্রিয় সবজি ব্রোকলি। বিদেশি এই সবজিটি যা এখন দেশের সর্বত্রই চাষ হচ্ছে। বিদেশি রান্নার সঙ্গে ব্রোকলি পছন্দ করেন অনেকেই। বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের এই সবজি। দেখতে ফুলকপির মতো হলেও স্বাদে কিছুটা আলাদা। এতে ক্যালরির পরিমাণ বেশ কম হলেও ভিটামিন, খনিজ আর খাদ্যগুণে পরিপূর্ণ।
ব্রোকলিতে ভিটামিন কে, আয়রন আর পটাশিয়ামের পাশাপাশি প্রচুর পরিমাণ ফ্ল্যাভিনয়েড, লিউটেন, ক্যারোটিনয়েড, বিটা-ক্যারোটিনসহ উচ্চ মানের নানা অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। এ সময়ে সুস্থতার জন্য তাই খাদ্য তালিকায় ব্রকলি রাখুন। দেখে নেওয়া যাক সুস্বাদু ব্রোকলি, চিকেন আর কাজুবাদামের স্টারফ্রাই।
বানাতে যা যা লাগবে
advertisement
১.সয়াসস ১ চা চামচ, ২.রাইস ভিনেগার ১ চা চামচ, ৩.১ টি ছোট কমলার রস,৪.চিনি ১ চা চামচ,  ৫.কর্নফ্লাওয়ার ২ চা চামচ,  ৬.তেল ১ চা চামচ,  ৭.কাজুবাদাম ৩৮৫ গ্রাম, ৮.পেঁয়াজ কুচি ১ টি মাঝারি, ৯.মুরগির বুকের মাংস ১ টি, ১০.ব্রোকলি ফুল ২৫০ গ্রাম, ১১.খোসাশুদ্ধ কচি মটরশুঁটি, ১২.লাল ক্যাপসিকাম ১ টি পাতলা করে কাটা
advertisement
পদ্ধতি
একটি বাটিতে সয়াসস, ভিনেগার, কমলালেবুর রস, চিনি আর কর্ণফ্লাওয়ার একসাথে মিশিয়ে রাখুন। এ বার মটরশুটি দুই ভাগ করে নিন ও মুরগির মাংস চার টুকরো আকারে কেটে নিন।
গ্যাসে কড়া গরম হলে তাতে তেল দিন। এ বার কাজুবাদাম দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। খেয়াল রাখবেন বাদাম যেন পুড়ে না যায়। বাদামি করে ভেজে নামিয়ে রাখুন। সেই তেলে পেঁয়াজকুচি দিয়ে তিন থেকে পাঁচ মিনিট ভাজুন। মোটামুটি নরম হয়ে আসলে এর সঙ্গে ভেজে রাখা কাজু বাদামের সঙ্গে নামিয়ে রাখুন। এবার কড়াইতে মুরগি দিয়ে আরও তিন-চার মিনিট ভাজতে হবে। তারপর একে একে খোসাশুদ্ধ কচি মটরশুঁটি, ব্রোকলি আর লাল ক্যাপসিকাম দিয়ে আরও তিন-চার মিনিট ভাজুন। আঁচ কমাবেন না যেন সবজিগুলো রান্না হলেও মুচমুচে থাকে ও রঙ না হারায়।
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
শীতের অন্যতম প্রিয় সবজি ব্রোকলি, তা দিয়ে বানিয়ে ফেলুন স্টারফ্রাই
Next Article
advertisement
Purba Bardhaman News: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার কে? চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement