মাংসে আতঙ্ক! কাজেই, বেছে নিন দই দিয়ে বানানো স্টার্টার। লোভনীয়, সুস্বাদু। এই প্যাঁচপেচে গরমের জন্য আদর্শ! কম ক্যালরি, তাড়াতাড়ি হজম হবে, শরীরও থাকবে হালকা।
দইয়ের টিকিয়া
আরও পড়ুন-গরমে সুস্থ থাকতে তেতোর ২টো রেসিপি
দহি কাবাবকী কী চাইজাঁক দই: ১ কাপ, রোস্টেড চানা পাউডার: ২-৩ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার: ২-৩ টেবিল চামচ, কুচনো ধনেপাতা: ২ টেবিল চামচ, আদা কুচি: অর্ধেক চা চামচ, লঙ্কা কুচি: অর্ধেক চা চামচ, স্বাদমতো নুন, চিনি, পেস্তা কুচি: ২ টেবিল চামচরান্নাজাঁক দই, রোস্টেড চানা পাউডার, ধনেপাতা, পেস্তা কুচি, লঙ্কা কুচি, আদা আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার হাতে অল্প ময়দা মাখিয়ে, এই মিশ্রণ খানিকটা নিয়ে, চ্যাপটা আকারের কাবাব বানিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিন।তাওয়া গরম করে, ২-৩ টেবিল চামচ তেল দিয়ে, মাঝারি আঁচে কাবাবগুলো সোনালি করে ভেজে নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 'Dahi Kebab' recipee, 'Dahi Tikia' recipee, Starter recipee ideal or summer