Bangla News: মাত্র ৫ টাকায় মুখ ভর্তি রসের গোলা! নদিয়ার 'এই' জায়গার সব দোকানেই মিলছে

Last Updated:

Bangla News: ফল থেকে সবজি মাছ মাংসের যেখানে চড়া দাম এমনকি মিষ্টির দামও অধিক সেখানে পাঁচ টাকার মিষ্টি খুব আশ্চর্যকর ঘটনা। মাজদিয়ায় এখনও পাঁচ টাকায় রসগোল্লা ও পান্তুয়া পাওয়া যায়।

+
রসগোল্লা

রসগোল্লা

মাজদিয়া: পাঁচ টাকায় রসগোল্লা ও পান্তুয়া! আশ্চর্য ব্যাপার তাই না? ভাবছেন ভুল শুনলেন না তো? বর্তমান বাজারে এটাও কি সম্ভব! ফল থেকে সবজি মাছ মাংসের যেখানে চড়া দাম এমনকি মিষ্টির দামও অধিক সেখানে পাঁচ টাকার মিষ্টি খুব আশ্চর্যকর ঘটনা। ভাবছেন কোথায় পাওয়া যায় এই মিষ্টি? বর্তমান বাজারে দুধের দাম, চিনির দাম দিন দিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে নদিয়া জেলার মাজদিয়া এলাকায় এখনও ৫ টাকা মূল্যের রসগোল্লা ও পান্তুয়া পাওয়া যায়। আশ্চর্যকর ঘটনা হলেও ঘটনাটি সত্য।
নদিয়া জেলার মাজদিয়া এলাকার বেশ কিছু মিষ্টির দোকানে খুবই পরিষ্কার পদ্ধতিতে ও পর্যাপ্ত পরিমাণে ছানা ও চিনি ব্যবহার করে এই মিষ্টিগুলি তৈরি করা হয়। পাঁচ টাকায় রসগোল্লা ও পান্তুয়া পাওয়া যায় মানে এই নয় যে তুলনামূলক আকারে ছোট বা খেতে ভাল নয়, বরং বলতে পারেন আকারে বেশ বড় ও খেতে দুর্দান্ত।
advertisement
advertisement
দোকানের মালিকদের দাবি, আজকের বাজারে যেখানে দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলেছে সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের দোকানের ঐতিহ্যকে বজায় রাখার চেষ্টা করে চলেছি। তাদের এই দোকানগুলি বহুদিন আগের। এবং তারা তাদের পণ্যমূল্যের দাম একই রাখার চেষ্টা করেছেন। এতে যে তাদের আহামরি কিছু লাভ হয় তা কিন্তু নয়। কারণ এটাই স্বাভাবিক যে এই পরিস্থিতিতে মজুরি, কাঁচামাল সমস্ত কিছুরই বাজারদর তুলনামূলক বেশি।
advertisement
আরও পড়ুনঃ খালি পেটে জলে মিশিয়ে পান করুন হেঁশেলের ‘এই’ জিনিস, বাপ বাপ বলে পালাবে কোষ্ঠকাঠিন্য
কিন্তু তারপরেও এই পরিস্থিতিতেও তারা পাঁচ টাকায় রসগোল্লা , পান্তুয়া ও অন্যান্য মিষ্টি দ্রব্য তারা বিক্রি করেন। তারা জানান তাদের লভ্যাংশটা পুরোপুরি হয় বিক্রির ওপর নির্ভর করে। নামডাক প্রচুর হওয়ার ফলে তাদের দোকানের মিষ্টি এলাকা ছাড়াও রানাঘাট, কলকাতার-সহ বিভিন্ন জেলায় পাঠানো করা হয়। বেশি বিক্রিতে সহজেই লাভ হয়। আর নাগালের মধ্যে দাম থাকায় সবাই পেটপুরে মিষ্টি খেতে পারেন।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/ফুড/
Bangla News: মাত্র ৫ টাকায় মুখ ভর্তি রসের গোলা! নদিয়ার 'এই' জায়গার সব দোকানেই মিলছে
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement