Pyaaj Kachori| Onion Kachori|| রাজস্থানের বিখ্যাত পেঁয়াজ কচুরি খেয়েছেন? মিলছে শিলিগুড়ির 'এই' দোকানে, না খেলে বড় মিস

Last Updated:

Rajasthan famous onion kachori : কচুরির বিশেষত্ব হল পেঁয়াজ আলুর পুর। বড় বড় পেঁয়াজ কচুরি ডাবল ফ্রাই করে পরিবেশন করা হয়। দই চাটনি দিয়ে পরিবেশন করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়।

+
পেঁয়াজ

পেঁয়াজ কচুরি

শিলিগুড়ি: রাজস্থানের বিখ্যাত পেঁয়াজ কচুরি খেতে আর রাজস্থান যেতে হবে না। রাজস্থানের সেই পেঁয়াজ কচুরি স্বাদ মিলছে শিলিগুড়িতেই। রাজস্থানের বাসিন্দা অভিষেক পারিক শিলিগুড়ি শহরে ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন। মোমো, কচুরি, শিঙাড়া সবটা মিললেও রাজস্থানের অথেন্টিক খাওয়ার পেঁয়াজ কচুরি খাওয়ার অভাব বোধ করছিলেন। তারপরই শহরবাসীকে রাজস্থানের পেঁয়াজ কচুরি খাওয়ানোর উদ্যোগ নেন।
প্রথমবার দোকান খোলার আগে ট্রায়ালান হিসেবে সকলকে ফ্রিতেই পেঁয়াজ কচুরি খাইয়েছিলেন তিনি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তাঁর কথায় রাজস্থানে নাকি সকাল থেকেই কচুরি দিয়েই দিনের খাবারের শুরু হয়। দোকান খুলতে না খুলতেই বাড়ে ভিড়।
আরও পড়ুনঃ খাঁটি ছানার তুলতুলে নরম ইয়া বড় রসগোল্লা, ৩ টাকার বিক্রি হচ্ছে এই শহরেই, আজই কিনে আনুন
কচুরির বিশেষত্ব পেঁয়াজ আলুর পুর দেওয়া বড় বড় পেঁয়াজ কচুরি। যেটাকে ডাবল ফ্রাই করে পরিবেশন করা হয়। একই সঙ্গে দই, চাটনি দিয়ে পরিবেশন করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এসএফ রোডের 'রাজস্থানি তরকা'য় ভিড় উপচে পড়ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তোলপাড় হবে আবহাওয়া, বিকেল থেকে কাঁপিয়ে ঝড়বৃষ্টি বাংলার জেলায় জেলায়, রইল পূর্বাভাস
রাজস্থানের না গিয়েও রাজস্থানের খাবারের স্বাদে মজেছে শহরবাসী। এমনকি সকালের টিফিন হিসেবেও অনেকে এই পেঁয়াজ কচুরি নিয়ে যান দোকান থেকে। দোকানের মালিক অভিষেক পারিক জানান, লকডাউন হওয়ার আগে তিনি দোকান খুলেছিলেন। মাত্র তিন মাস দোকান করেছিলেন। তারপরই লকডাউন হয়ে যাওয়ায় তিনি ফের রাজস্থানে ফিরে গিয়েছিলেন। তার পেঁয়াজ কচুরি স্বাদ শহরবাসীর এতটাই ভালো লেগেছিল যে শহর থেকে বারবার তাঁকে ফিরে এসে দোকান করতে বলা হয়। এখন রমরমিয়ে চলছে ব্যবসা।
advertisement
ব্যবসায়ী জানান, 'তাঁর দোকানের দিনে ৭০০-৮০০ কচুরি তিনি প্রতিদিন বিক্রি করেন। যার দাম মাত্র ২৫ টাকা। ভোজন রসিক মনোজিৎ চক্রবর্তী জানান, 'রাজস্থানের এই কচুরির স্বাদ এতটাই ভাল যে আমি টিফিনে পর্যন্ত এই কচুরি নিয়ে যাই। আর বিকেলে একটা পেঁয়াজ কচুরি আর চা না খেলে অসম্পূর্ণ লাগে, তাই মাঝে মধ্যেই এখানে এসে খেয়ে যাই।'
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Pyaaj Kachori| Onion Kachori|| রাজস্থানের বিখ্যাত পেঁয়াজ কচুরি খেয়েছেন? মিলছে শিলিগুড়ির 'এই' দোকানে, না খেলে বড় মিস
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement