অন্য নেশার অন্য ড্রিংক

Last Updated:

বিধিবদ্ধ সতর্কীকরণ! মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ! তাবলে কি বর্ষশেষের পার্টি কাটবে নির্জলা ! নো চিন্তা, আপনার পার্টিকে নেশায় বুদবুদ তরলে মাতাতে, নেশারুর রান্নাঘরে হাজির এমন অনেক ড্রিংক, যার তরলে নেই অ্যালকোহল, কিন্তু নেশা আছে প্রচুর ! ভাবছেন এটা কি কাব্য ? নিজেই পড়ে ফেলুন৷

#কলকাতা: বিধিবদ্ধ সতর্কীকরণ! মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ! তাবলে কি বর্ষশেষের পার্টি কাটবে নির্জলা ! নো চিন্তা, আপনার পার্টিকে নেশায় বুদবুদ তরলে মাতাতে, নেশারুর রান্নাঘরে হাজির এমন অনেক ড্রিংক, যার তরলে নেই অ্যালকোহল, কিন্তু নেশা আছে প্রচুর ! ভাবছেন এটা কি কাব্য ? নিজেই পড়ে ফেলুন৷
১. ওয়াটারমেলন লেমোনেড কিউই ড্রিংক
তরমুজের রসে ঠাসা, সঙ্গে লেবুর রস, আর কিউই ! জমজমাট ওয়াটার লেমোনেড কিউই ড্রিংক ৷ রঙিন পার্টির আমাজে রঙিন এই তরল মাত দিতে পারে যে কোনও হার্ড ড্রিংকেও ৷ খেতে মিষ্টি ও অল্প টক ৷ সব মিলিয়ে একেবারে জবরদস্ত ৷ বরফটা একটু বেশিই থাকুক ৷ তৈরি করবেন কী করে ? জেনে নিন ৷
advertisement
কিউই ও তরমুজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন ৷ মিক্সিংতে পরিমাণমতো জল, চিনি লেমোনেড ঢেলে তার মধ্যে কিউই ও তরমুজের টুকরো গুলো দিয়ে ভালো করে ঘুরিয়ে নিন ৷ কাচের গ্লাসে দু’একটা বরফ দিয়ে শরবতটা ঢালুন ৷ ড্রিংক আমব্রেলা ও এক টুকরো পাতিলেবু শরবতের মধ্যে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ৷
advertisement
advertisement
২. স্ট্রবেরি স্লাস !
ক্রিসমাস হোক বা নিউ ইয়ার পার্টি, রসনায় যদি না থাকে স্ট্রবেরি তাহলে তো সবই ফিকে ৷ তাই বর্ষশেষের পার্টিতে রাখুন স্ট্রবেরি স্ল্যাস ৷ ব্যাপারটা কি ? জেনে নিন ৷
স্ট্রবেরি গুলোকে ভালো করে ধুয়ে, টুকরো টুকরো করে কেটে নিন ৷ কিছুটা পরিমাণ জল, চিনি ও অল্প পরিমাণ লেমোনেড মিশিয়ে স্ট্রবেরির টুকরো গুলোকে মিক্সারে ঘুরিয়ে নিন ৷ শরবতটি কাচের গ্লাসে ঢেলে ড্রিংক আমব্রেলা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ৷
advertisement
৩. ভারজিন মেরি মিমোসাস !
শীত মানেই তো কমলা লেবু ৷ আর আপনার সঙ্গে যদি থাকে কমলা সুন্দরী, তাহলে ভারজিন মেরি মিমোসাস হল একেবারে পারফেক্ট ৷ কী কী থাকে এই ড্রিংকে ? জেনে নিন ৷
কমলালেবুর কোয়াগুলো থেকে বিজ ছাড়িয়ে নিয়ে মিক্সারে ফেলে দিন ৷ অল্প পরিমাণ জল, চিনি ও লেমোনেড মিশিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিন ৷ শরবত তৈরি হলে,বরফের কুচি দিয়ে কাচের গ্লাসে মিশ্রণটি ঢেলে উপরে আরও কয়েক টুকরো কমলালেবু ছড়িয়ে দিন ৷ পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ৷
বাংলা খবর/ খবর/রেসিপি/
অন্য নেশার অন্য ড্রিংক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement