খুব সহজ, বাড়িতেই বানাতে পারেন রাস্তার মতো আলুর চপ

Last Updated:
বৃষ্টি এসেছে ঝেঁপে৷ এই বৃষ্টিতে জমে যাবে মুড়ির সঙ্গে আলুর চপ৷ কিন্তু বাইরে বেরোতে পারছেন না? শিখে নিন কীভাবে বাড়িতেই বানাতে পারেন রাস্তার মতো আলুর চপ৷
কী কী লাগবে
আলু-২৫০ গ্রাম(মাঝারি সাইজের ৩টে)
advertisement
জল-প্রয়োজন মতো
তেল-১ টেবল চামচ
পেঁয়াজ কুচি-১/৩ কাপ
আদা বাটা-আধ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
কাঁচালঙ্কা-১টা (কুচনো)
হলুদ গুঁড়ো-১/৪ চা চামচ
লঙ্কা গুঁড়ো-১/৪ চা চামচ
ধনেগুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
ধনেপাতা কুচি-১ টেবল চামচ
নুন-স্বাদ মতো
বেসন-১ কাপ
advertisement
বেকিং সোডা-১ চিমটি
কীভাবে বানাবেন
আলু পরিমাণ মতো জলে আধ চা চামচ নুন দিয়ে সিদ্ধ করুন৷ ৪-৫টা হুইসলের আলু জল থেকে ছেঁকে নিন৷ আলুর মধ্যে ফর্ক ঢুকিয়ে দেখুন নরম হয়েছে কিনা৷ ছোট কড়াইতে ১ টেবল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিন৷ মাঝারি আঁচে পেঁয়াজ স্বচ্ছ করে ভেজে নিন৷ আদা বাটা, রসুন বাটা ও কাঁচালঙ্কা কুচি দিন৷ আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভাল ভাবে মিশিয়ে নিন৷ সিদ্ধ আলু দিয়ে হাতা দিয়ে ভাল করে ম্যাশ করে দিন পেঁয়াজের মিশ্রণের সঙ্গে৷ এর মধ্যে ধনেপাতা কুচি ও নুন দিন৷ আঁচ বন্ধ করে আলুর মিশ্রণ ঠান্ডা করে নিয়ে হাতের চাপে চ্যাপ্টা করে চপের আকারে গড়ে নিন পুরো মিশ্রণ থেকে৷
advertisement
এবার ১ কাপ বেসনে ১ চিমটি বেকিং সোডা ও আধ চা চামচ নুন মেশান৷ জল দিয়ে গুলে ঘন ব্যাটার তৈরি করুন৷ কড়াইতে তেল গরম করুন৷ আলু বেসনের ব্যাটারে ডুবিয়ে নিন৷ গরম তেলে ছাড়ুন৷ একপিঠ সোনালি রং ধরতে থাকলে উল্টে দিয়ে দুপিঠ ভাল করে বাদামি করে ভেজে নিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
খুব সহজ, বাড়িতেই বানাতে পারেন রাস্তার মতো আলুর চপ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement