শুভ মকর সংক্রান্তি, শিখে নিন ভাজাপুলির রেসিপি

Last Updated:
photo: collected
photo: collected
আজ মকর সংক্রান্তি৷ চালের গুঁড়ো, গুড় দিয়ে নানারকম পিঠে খাওয়ার দিন৷ সারা ভারতেই খাওয়া হয় ভাজা পুলি৷ কোথাও গজক, কোথাও পুরণপুলি নামে ডাকা হয়৷ আজ শিখে নিন ভাজাপুলির রেসিপি৷
কী কী লাগবে
মুগ ডাল-১ কাপ
advertisement
রাঙা আলু-২টো
ময়দা-১ কাপ
চালের গুঁড়ো-আধ কাপ
নারকেল কোরা-২ কাপ
খোয়া ক্ষীর-১ কাপ
গুড়-১ কাপ
ছোট এলাচ গুঁড়ো-৩,৪টে এলাচের
চিনি-১ কাপ
জল-২ কাপ
কীভাবে বানাবেন
প্যান গরম করে নারকেল কোরা, খোয়া ক্ষীর, গুড় একসঙ্গে একদম হালকা আঁচে নাড়তে থাকুন৷ ১০-১২ মিনিটের মধ্যেই রস ছেড়ে শুকনো পুর তৈরি হয়ে যাবে৷ এলাচ গুঁড়ো ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে নিন৷
advertisement
মুগ ডাল সিদ্ধ করে পাতলা কাপড়ে ছেঁকে রাখুন৷ রাঙা আলু খোসা ছাড়িয়ে নিন৷ ছোট ছোট টুকরোয় কেটে সিদ্ধ করে নিন৷ নরম রাঙা আলু সিদ্ধ ডালের সঙ্গে মেশান৷ একসঙ্গে চটকে মেখে ময়দা ও চালের গুঁড়ো দিয়ে ঠেসে মেখে নিন৷ ছোট ছোট লেচি কেটে গোল গোল বল তৈরি করে নিন৷ হাতে তেল লাগিয়ে আঙুলের চাপে মাঝখানে গর্ত করে পুর ভরে পুলির আকারে গড়ে নিন৷
advertisement
কড়াইতে ঘি গরম করুন৷ একসঙ্গে ২-৩ পুলি দিয়ে সোনালি করে ভেজে তুলুন৷ টিস্যুর ওপর রেখে অতিরিক্ত তেল শুষে নিন৷
প্যানে ২ কাপ জলে ১ কাপ চিনি দিয়ে ফোটাতে থাকুন৷ চিনি গলে গিয়ে পছন্দ মতো ঘন রস তৈরি করে নিন৷ ভাজা পুলির ওপর রস ছড়িয়ে দিন৷
বাংলা খবর/ খবর/রেসিপি/
শুভ মকর সংক্রান্তি, শিখে নিন ভাজাপুলির রেসিপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement