জামাইষষ্ঠী স্পেশাল: জামাইয়ের পাতে দিন মুঘলাই মাটন

Last Updated:
জামাইষষ্ঠী মানেই শাশুড়ি মায়ের হাতের তৈরি৷ পঞ্চব্যঞ্জনে আর যাই থাকুক না কেন মাটন থাকলেই জামাই খুশ৷ তাই শাশুড়িরা শিখে রাখুন মুঘলাই মাটনের রেসিপি৷
কী কী লাগবে
মাটন-১ কেজি
advertisement
ঘি-১/৪ কাপ
তেল-৩ টেবল চামচ
লবঙ্গ-৫,৬টা (থেঁতো করা)
গোটা গোলমরিচ- ৫,৬টা (থেঁতো করা)
বড় এলাচ-২টো (থেঁতো করা)
ছোট এলাচ-২টো (থেঁতো করা)
দারচিনি-১ ইঞ্চি
জয়িত্রী-১টা (থেঁতো করা)
তেজপাতা-২টো
পেঁয়াজ বাটা-১ কাপ
রসুন বাটা-২ চা চামচ
আদা বাটা-২ চা চামচ
দই-আধ কাপ
নুন-স্বাদ মতো
কেওড়া এসেন্স-৫,৬ ফোঁটা
advertisement
নুন-স্বাদ মতো
পেস্ট তৈরির জন্য-
সোনালি করে ভাজা পেঁয়াজ-দেড় কাপ
শুকনো লঙ্কা-৪,৫টা
পেঁপে দানা-২ টেবল চামচ
তরমুজ দানা-২ টেবল চামচ
কীভাবে বানাবেন
প্রেশার কুকারে ঘি গরম করুন৷ ঘি গরম হলে থেঁতো করা গরম মশলা দিন৷ পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে আদা বাটা, রসুন বাটা দিন৷ অল্প জল দিতে পারেন৷ এবার মাটন দিয়ে ৪-৫ মিনিট চড়া আঁচে নেড়ে নিয়ে দই, নুন, মশলা পেস্ট দিন৷ ২ কাপ জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মাটন সিদ্ধ হতে দিন৷ পুরো সিদ্ধ হয়ে গেলে কেওড়া এসেন্স দিন৷ ভাত, রুটি, পরোটা, পোলাও যেকোনও কিছুর সঙ্গেই খেতেই পারেন৷
বাংলা খবর/ খবর/রেসিপি/
জামাইষষ্ঠী স্পেশাল: জামাইয়ের পাতে দিন মুঘলাই মাটন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement