শিখুন ম্যাগির অন্যরকম রেসিপি, ম্যাগি পকোড়া

Last Updated:
ম্যাগি খেতে প্রায় সকলেই ভালবাসে৷ চটজলদি অমন মুখরোচক, সুস্বাদু খাবার আর কীই বা আছে? তবে শুধু সিদ্ধ বা ফ্রায়েড ম্যাগিই নয়, ম্যাগি দিয়ে বানাতে পারে ম্যাগি পকোড়াও৷ বাড়িতে হঠাৎ অতিথি এলে ম্যাগি থাকলেই হল৷ বানিয়ে ফেলুন মুচমুচে এই স্ন্যাকস৷
কী কী লাগবে
জল-আড়াই কাপ
advertisement
ম্যাগি মশলা-১ প্যাকেট
বাঁধাকপি কুচনো-২ টেবল চামচ
গাজর কুচি-১ টেবল চামচ
পেয়াজ মিহি কুচি-২ টেবল চামচ
ধনে গুঁড়ো-২ চা চামচ
ক্যাপসিকাম কুচি-১ টেবল চামচ
কাঁচালঙ্কা-১টা কুচনো
আদা, রসুন বাটা-আধ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-আধ চা চামচ
গরম মশলা গুঁড়ো-আধ চা চামচ
মাখন-আধ চা চামচ
advertisement
চালের গুঁড়ো-২ টেবল চামচ
বেসন-৪ টেবল চামচ
ময়দা-৩ টেবল চামচ
কাঁচা ম্যাগি ঝুরঝুরে করা- ১ প্যাকেট
তেল-ভাজার জন্য
নুন-স্বাদ মতো
কীভাবে বানাবেন
একটা বড় প্যানে আড়াই কাপ ফুটন্ত জলে ম্যাগি নুডলস দিন৷ পুরোটা সিদ্ধ করবেন না৷ আধ সিদ্ধ করে নিন৷ জল ছেঁকে নিয়ে ম্যাগি ঠান্ডা করে নিন৷ এবার ম্যাগি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, কাঁচালঙ্কা, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মাখন ও ম্যাগি মশলা মেশান৷ এর সঙ্গে চালের গুঁড়ো, বেসন, নুন মেশান৷ হাতের চাপে গোল গোল বল তৈরি করুন৷
advertisement
এবার অন্য একটা বাটিতে ময়দা জলে গুলে ঘন ব্যাটার তৈরি করুন৷ বল ব্যাটারে ডুবিয়ে কাঁচা ঝুরো ম্যাগি মাখিয়ে নিন৷ তেল গরম করে সোনালি করে ভেজে তুলুন৷ পেপার টাওয়েলের ওপর রেখে অতিরিক্ত তেল শুষে নিন৷ সেজুয়ান সস বা টোম্যাটো কেচাপ দিয়ে পরিবেশন করুন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
শিখুন ম্যাগির অন্যরকম রেসিপি, ম্যাগি পকোড়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement