শিখুন ম্যাগির অন্যরকম রেসিপি, ম্যাগি পকোড়া

Last Updated:
ম্যাগি খেতে প্রায় সকলেই ভালবাসে৷ চটজলদি অমন মুখরোচক, সুস্বাদু খাবার আর কীই বা আছে? তবে শুধু সিদ্ধ বা ফ্রায়েড ম্যাগিই নয়, ম্যাগি দিয়ে বানাতে পারে ম্যাগি পকোড়াও৷ বাড়িতে হঠাৎ অতিথি এলে ম্যাগি থাকলেই হল৷ বানিয়ে ফেলুন মুচমুচে এই স্ন্যাকস৷
কী কী লাগবে
জল-আড়াই কাপ
advertisement
ম্যাগি মশলা-১ প্যাকেট
বাঁধাকপি কুচনো-২ টেবল চামচ
গাজর কুচি-১ টেবল চামচ
পেয়াজ মিহি কুচি-২ টেবল চামচ
ধনে গুঁড়ো-২ চা চামচ
ক্যাপসিকাম কুচি-১ টেবল চামচ
কাঁচালঙ্কা-১টা কুচনো
আদা, রসুন বাটা-আধ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-আধ চা চামচ
গরম মশলা গুঁড়ো-আধ চা চামচ
মাখন-আধ চা চামচ
advertisement
চালের গুঁড়ো-২ টেবল চামচ
বেসন-৪ টেবল চামচ
ময়দা-৩ টেবল চামচ
কাঁচা ম্যাগি ঝুরঝুরে করা- ১ প্যাকেট
তেল-ভাজার জন্য
নুন-স্বাদ মতো
কীভাবে বানাবেন
একটা বড় প্যানে আড়াই কাপ ফুটন্ত জলে ম্যাগি নুডলস দিন৷ পুরোটা সিদ্ধ করবেন না৷ আধ সিদ্ধ করে নিন৷ জল ছেঁকে নিয়ে ম্যাগি ঠান্ডা করে নিন৷ এবার ম্যাগি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, কাঁচালঙ্কা, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মাখন ও ম্যাগি মশলা মেশান৷ এর সঙ্গে চালের গুঁড়ো, বেসন, নুন মেশান৷ হাতের চাপে গোল গোল বল তৈরি করুন৷
advertisement
এবার অন্য একটা বাটিতে ময়দা জলে গুলে ঘন ব্যাটার তৈরি করুন৷ বল ব্যাটারে ডুবিয়ে কাঁচা ঝুরো ম্যাগি মাখিয়ে নিন৷ তেল গরম করে সোনালি করে ভেজে তুলুন৷ পেপার টাওয়েলের ওপর রেখে অতিরিক্ত তেল শুষে নিন৷ সেজুয়ান সস বা টোম্যাটো কেচাপ দিয়ে পরিবেশন করুন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
শিখুন ম্যাগির অন্যরকম রেসিপি, ম্যাগি পকোড়া
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement