পুজোর হেঁশেল জমিয়ে দিতে শিখে রাখুন চিকেন দম পোলাও

Last Updated:
পুজো এসেই গেল৷ কয়েকটা ছুটির দিনে অনেকেই চান না ভিড়ভাট্টা ঠেলে বাইরে বেরোতে৷ বাড়িতে বসে আড্ডা আর খাওয়া-দাওয়াতেই পুজো কাটাতে চান তারা৷ যদি আপনার প্ল্যান তেমনই হয় তাহলে নিশ্চয়ই পুজোয় ভালমন্দ রাঁধবেন ভেবে রেখেছেন৷ শিখে রাখুন চিকেন দম পোলাওয়ের রেসিপি৷
কী কী লাগবে
চিকেন-২০০ গ্রাম
advertisement
বাসমতী চাল-২ কাপ
পেঁয়াজ-২টো বড়
দই-৪ টেবল চামচ
কাঁচা লঙ্কা-৮টা
আদা,রসুন বাটা-২ টেবল চামচ
লবঙ্গ-১০টা
গোটা গোলমরিচ-১৫টা
দারচিনি-৫টা
তেজপাতা-৪টে ছোট
শাহ জিরা-১ টেবল চামচ
স্টারআনিজ-৩,৪টে
কেশর-১০,১৪ স্ট্রান্ড
দুধ-১/৪ কাপ
তেল- ১২ টেবল চামচ
কীভাবে বানাবেন
কেশর দুধে ভিজিয়ে রাখুন৷ চিকেন ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন৷ নুন আর দই দিয়ে চিকেন ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিন৷
advertisement
কড়াইতে তেল গরম করুন৷ তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন৷ পেঁয়াজ বাদামি হয়ে এলে লবঙ্গ, গোলমরিচ, এলাচ, তেজপাতা, শাহজিরা ও স্টারআনিজ দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ এর মধ্যে কাঁচা লঙ্কা দিন৷ আদা, রসুন বাটা দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না সোনালি রং ধরছে৷ এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে ভাল করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন৷ এর মধ্যে জল ঝরিয়ে রাখা চাল দিয়ে ভাল করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন৷ পরিমাণ মতো জল ও নুন দিয়ে আঁচ বাড়িয়ে দিন৷ জল ফুটতে শুরু করলে আঁচ একদম কমিয়ে দিন৷ জল প্রায় শুকিয়ে এসে চাল সিদ্ধ হয়ে এলে একবার ভাল করে নেড়ে নিয়ে কড়াই চাপা দিয়ে হালকা আঁচে দমে রান্না হতে দিন৷ ৫-১০ মিনিট পর ঢাকনা খুলে কেশর ভেজানো দুধ ঢেলে দিলেই তৈরি চিকেন দম পোলাও৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
পুজোর হেঁশেল জমিয়ে দিতে শিখে রাখুন চিকেন দম পোলাও
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement