পুজোর হেঁশেল জমিয়ে দিতে শিখে রাখুন চিকেন দম পোলাও

Last Updated:
পুজো এসেই গেল৷ কয়েকটা ছুটির দিনে অনেকেই চান না ভিড়ভাট্টা ঠেলে বাইরে বেরোতে৷ বাড়িতে বসে আড্ডা আর খাওয়া-দাওয়াতেই পুজো কাটাতে চান তারা৷ যদি আপনার প্ল্যান তেমনই হয় তাহলে নিশ্চয়ই পুজোয় ভালমন্দ রাঁধবেন ভেবে রেখেছেন৷ শিখে রাখুন চিকেন দম পোলাওয়ের রেসিপি৷
কী কী লাগবে
চিকেন-২০০ গ্রাম
advertisement
বাসমতী চাল-২ কাপ
পেঁয়াজ-২টো বড়
দই-৪ টেবল চামচ
কাঁচা লঙ্কা-৮টা
আদা,রসুন বাটা-২ টেবল চামচ
লবঙ্গ-১০টা
গোটা গোলমরিচ-১৫টা
দারচিনি-৫টা
তেজপাতা-৪টে ছোট
শাহ জিরা-১ টেবল চামচ
স্টারআনিজ-৩,৪টে
কেশর-১০,১৪ স্ট্রান্ড
দুধ-১/৪ কাপ
তেল- ১২ টেবল চামচ
কীভাবে বানাবেন
কেশর দুধে ভিজিয়ে রাখুন৷ চিকেন ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন৷ নুন আর দই দিয়ে চিকেন ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিন৷
advertisement
কড়াইতে তেল গরম করুন৷ তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন৷ পেঁয়াজ বাদামি হয়ে এলে লবঙ্গ, গোলমরিচ, এলাচ, তেজপাতা, শাহজিরা ও স্টারআনিজ দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ এর মধ্যে কাঁচা লঙ্কা দিন৷ আদা, রসুন বাটা দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না সোনালি রং ধরছে৷ এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে ভাল করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন৷ এর মধ্যে জল ঝরিয়ে রাখা চাল দিয়ে ভাল করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন৷ পরিমাণ মতো জল ও নুন দিয়ে আঁচ বাড়িয়ে দিন৷ জল ফুটতে শুরু করলে আঁচ একদম কমিয়ে দিন৷ জল প্রায় শুকিয়ে এসে চাল সিদ্ধ হয়ে এলে একবার ভাল করে নেড়ে নিয়ে কড়াই চাপা দিয়ে হালকা আঁচে দমে রান্না হতে দিন৷ ৫-১০ মিনিট পর ঢাকনা খুলে কেশর ভেজানো দুধ ঢেলে দিলেই তৈরি চিকেন দম পোলাও৷
বাংলা খবর/ খবর/রেসিপি/
পুজোর হেঁশেল জমিয়ে দিতে শিখে রাখুন চিকেন দম পোলাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement