সঞ্জু এককথায় অনবদ্য, বলছেন দর্শকরা! পড়ুন তাঁদের রিভিউ

Last Updated:

সঞ্জু হিট ৷ বলছেন তারকা দর্শকরা ৷ গতকালই ছবির একটি প্রাইভেট স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন বলিউডের অনেকে ৷ ছবি দেখার পরপরই তাঁরা ট্যুইট করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷

#মুম্বই: সঞ্জু হিট ৷ বলছেন তারকা দর্শকরা ৷ গতকালই ছবির একটি প্রাইভেট স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন বলিউডের অনেকে ৷ ছবি দেখার পরপরই তাঁরা ট্যুইট করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ এদের মধ্যে রয়েছেন প্রযোজক থেকে সংবাদমাধ্যমের উচ্চ আধিকারিকরা ৷ আর সবারই এককথা, অনবদ্য ছবি ৷ ছবির পাঁচ মিনিটের মধ্যে নাকি আপনি ভুলেই যাবেন যে আপনি রণবীরের অভিনয় দেখছেন ৷পোস্টারগুলোতে যেমন সঞ্জয়ের সঙ্গে হুবহু মিল লেগেছে রণবীরের, তেমনই অভিনয়ে তিনি হয়ে উঠেছেন পাক্কা সঞ্জু বাবা ৷
এখনও পর্যন্ত রাজকুমার হিরানি যে কটি ছবি বানিয়েছেন সবকটিই সুপার হিট ৷ এই ছবিও যে ব্যতিক্রম হবে না, প্রাইভেট স্ক্রিনিং-এর দর্শকের তেমনই মত ৷ সঞ্জয়ের বায়োপিককে এক অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন তিনি ৷ এতে নিঃসন্দেহে মুখে হাসি ফুটছে পরিচালক, প্রযোজকদের ৷ তবে সব থেকে খুশি সম্ভবত হচ্ছেন রণবীর ৷ কারণ এই মুহূর্তে ছবি হিট তাঁর জন্য অত্যন্ত প্রয়োজন ৷ তিনি অসামন্য অভিনেতা তাতে দ্বিমত নেই, কিন্তু তাঁর শেষ কোন ছবি বলিউডে ব্যবসা দিয়েছে তা তাঁর অতি বড় ভক্তও ভুলে গিয়ে থাকবেন ৷ কালই দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবি ৷ শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিংও ৷ আপতত জনমনের অপেক্ষায় ছবির কলাকুশলীরা ৷
advertisement
advertisement
রাজ হলেন সঞ্জয়ের সেই বন্ধু যিনি সব সময়েই পাশে থেকেছেন সঞ্জয়ের ৷ শোনা যাচ্ছে ভিকি কৌশলের চরিত্রটি এই রাজ বনসলকে সামনে রেখেই বানানো হয়েছে ৷ পরিচালকের ভূয়সী প্রশংসা করেছেন রাজ ৷ Photo Courtesy : Twitter রাজ হলেন সঞ্জয়ের সেই বন্ধু যিনি সব সময়েই পাশে থেকেছেন সঞ্জয়ের ৷ শোনা যাচ্ছে ভিকি কৌশলের চরিত্রটি এই রাজ বনসলকে সামনে রেখেই বানানো হয়েছে ৷ পরিচালকের ভূয়সী প্রশংসা করেছেন রাজ ৷ Photo Courtesy : Twitter
advertisement
ঋষি দার্দা, সাংবাদিক ৷ Photo Courtesy : Twitter ঋষি দার্দা, সাংবাদিক ৷ Photo Courtesy : Twitter
মোহিত খাম্বোজ, বিজেপি নেতা ৷  Photo Courtesy : Twitter মোহিত কম্বোজ, বিজেপি নেতা ৷ Photo Courtesy : Twitter
advertisement
বান্টি এস ওয়ালিয়া, প্রযোজক ৷  Photo Courtesy : Twitter বান্টি এস ওয়ালিয়া, প্রযোজক ৷ Photo Courtesy : Twitter
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সঞ্জু এককথায় অনবদ্য, বলছেন দর্শকরা! পড়ুন তাঁদের রিভিউ
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement