সঞ্জু এককথায় অনবদ্য, বলছেন দর্শকরা! পড়ুন তাঁদের রিভিউ
Last Updated:
সঞ্জু হিট ৷ বলছেন তারকা দর্শকরা ৷ গতকালই ছবির একটি প্রাইভেট স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন বলিউডের অনেকে ৷ ছবি দেখার পরপরই তাঁরা ট্যুইট করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷
#মুম্বই: সঞ্জু হিট ৷ বলছেন তারকা দর্শকরা ৷ গতকালই ছবির একটি প্রাইভেট স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন বলিউডের অনেকে ৷ ছবি দেখার পরপরই তাঁরা ট্যুইট করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ এদের মধ্যে রয়েছেন প্রযোজক থেকে সংবাদমাধ্যমের উচ্চ আধিকারিকরা ৷ আর সবারই এককথা, অনবদ্য ছবি ৷ ছবির পাঁচ মিনিটের মধ্যে নাকি আপনি ভুলেই যাবেন যে আপনি রণবীরের অভিনয় দেখছেন ৷পোস্টারগুলোতে যেমন সঞ্জয়ের সঙ্গে হুবহু মিল লেগেছে রণবীরের, তেমনই অভিনয়ে তিনি হয়ে উঠেছেন পাক্কা সঞ্জু বাবা ৷
এখনও পর্যন্ত রাজকুমার হিরানি যে কটি ছবি বানিয়েছেন সবকটিই সুপার হিট ৷ এই ছবিও যে ব্যতিক্রম হবে না, প্রাইভেট স্ক্রিনিং-এর দর্শকের তেমনই মত ৷ সঞ্জয়ের বায়োপিককে এক অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন তিনি ৷ এতে নিঃসন্দেহে মুখে হাসি ফুটছে পরিচালক, প্রযোজকদের ৷ তবে সব থেকে খুশি সম্ভবত হচ্ছেন রণবীর ৷ কারণ এই মুহূর্তে ছবি হিট তাঁর জন্য অত্যন্ত প্রয়োজন ৷ তিনি অসামন্য অভিনেতা তাতে দ্বিমত নেই, কিন্তু তাঁর শেষ কোন ছবি বলিউডে ব্যবসা দিয়েছে তা তাঁর অতি বড় ভক্তও ভুলে গিয়ে থাকবেন ৷ কালই দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবি ৷ শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিংও ৷ আপতত জনমনের অপেক্ষায় ছবির কলাকুশলীরা ৷
advertisement
advertisement

advertisement
advertisement
Location :
First Published :
June 28, 2018 2:13 PM IST