Interesting Facts Of Oceans: বিশ্ব মহাসাগর দিবস আজ! রইল নীল সাগরের বুকের কিছু অজানা রহস্যের হদিস...

Last Updated:

প্রতিবছরই নির্দিষ্ট একটি থিমের উপর ভিত্তি করে এই মহাসাগর দিবস (World Oceans Day 2021) উদযাপিত হয়। ২০২১ সালের আন্তর্জাতিক মহাসাগর দিবসের থিম হল - "The Ocean: Life and Livelihoods."

বিশ্ব মহাসাগর দিবস পালনের উদ্দেশ্য হল পৃথিবীতে মহাসাগরের গুরুত্ব তুলে ধরা। পৃথিবীর মোট ৭০ শতাংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে মহাসাগর। নীল সমুদ্রের ঢেউয়ের অতল গভীরে কী আছে? কত রহস্যের সন্ধান রয়েছে তার বুকে? তারই হদিস পেতে দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষণায় উঠে আসছে নিত্য নতুন তথ্য।আসুন জেনে নেওয়া যাক মহাসাগর সম্পর্কিত অবাক করা এমনই কিছু কিছু তথ্য। জানেন কী এইসব তথ্যের হদিস।
advertisement
১) পৃথিবীর প্রায় ৯৪ শতাংশ প্রাণী প্রজাতি সমুদ্রের নীচে বাস করে।
advertisement
২) মধ্য-মহাসাগরীয় শৈলশিরা (Mid-Ocean Ridge) পৃথিবীর বৃহত্তম পর্বতমালা, যা প্রায় ৬৫,০০০ কিলোমিটার-এর মত। মজার বিষয় হল এটি একটি সামুদ্রিক পর্বতমালা।
৩) ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেরিন স্পেসিস এর মতে, এখনও পর্যন্ত সমুদ্রের ২৪০,৪৭০-টিরও বেশি প্রজাতি আবিষ্কৃত হয়েছে।
৪) মহাসাগরগুলি পৃথিবীর প্রায় ৭০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে। কারণ সমুদ্রের নীচে প্রচুর সামুদ্রিক প্রজাতি বাস করে এবং তারাই এই অক্সিজেন উৎপাদন করে।
advertisement
৫) পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এতে ২৫ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে।
৬) জানা গিয়েছে, সমুদ্রের নীচে প্রায় ২০ মিলিয়ন টন সোনা রয়েছে। কিন্তু সেগুলি সংগ্রহ করা কঠিন, কারণ সেগুলি তরল আকারে জলের সঙ্গে মিশ্রিত।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
Interesting Facts Of Oceans: বিশ্ব মহাসাগর দিবস আজ! রইল নীল সাগরের বুকের কিছু অজানা রহস্যের হদিস...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement