নীরবতায় ঘেরা সাবিত্রীবাই ফুলের মৃত্যুবার্ষিকী, জেনে নিন ভারতের এই প্রথম মহিলা শিক্ষিকার বিষয়ে

Last Updated:

সাবিত্রীর স্বামী জ্যোতিরাও ফুলে তৈরি করেন দেশের প্রথম মেয়েদের স্কুল, আর সেখানেই পড়ানো শুরু করেন সাবিত্রী।

#নয়াদিল্লি: নারীবাদ নিয়ে এখন গোটা বিশ্বে খুব চর্চা হয়। কিন্তু অনেকেই জানেন না ভারতে এই নারীবাদ বা ফেমিনিজমের প্রথম পরিচিত মুখ ছিলেন সাবিত্রীবাই ফুলে (Savitribai Phule)। গোটা দেশে বিশেষ করে মহারাষ্ট্রে সামাজিক আন্দোলন গড়ে তোলায় মুখ্য ভূমিকা নিয়েছিলেন সাবিত্রী। সাবিত্রীর স্বামী জ্যোতিরাও ফুলে তৈরি করেন দেশের প্রথম মেয়েদের স্কুল, আর সেখানেই পড়ানো শুরু করেন সাবিত্রী। তাঁকে দেশের প্রথম মহিলা শিক্ষিকা হিসেবে অভিহিত করা হয়।
জাতিভেদ এবং পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে আজীবন লড়ে গিয়েছেন সাবিত্রী। বারবার বলেছেন যে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে মেয়েদের শিক্ষিত করতে হবে। তিনি শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না। ছিলেন একজন কবিও। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে বর্ণভেদ, জাতিভেদ এবং বাল্যবিবাহের বিরুদ্ধে অনেক কথা।
সাবিত্রীবাই ব্রত নিয়েছিলেন যে তিনি আজীবন মেয়েদের অধিকার এবং শিক্ষা নিয়ে কাজ করবেন। আর তিনি তা করেও ছিলেন। আজও তাঁর সহস্র সূর্যের মতো উজ্জ্বল জীবন অসংখ্য মানুষকে অনুপ্রানিতকরে। ৬৬ বছর বয়সে বাবনিক প্লেগে আক্রান্ত হয়ে মারা যান সাবিত্রী।
advertisement
advertisement
তাঁর মৃত্যুবার্ষিকীতে এই চিন্তাবিদ, সমাজকর্মী ও শিক্ষাবিদ বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক
১) জ্যোতিরাও ফুলের যখন ১৩ বছর বয়স, তখন তাঁর সঙ্গে বিয়ে হয় ১০ বছরের সাবিত্রীর।
২) ফুলে দম্পতি যে ভাবে এগিয়ে যাচ্ছিলেন তাতে সমাজের বিভিন্ন স্তর থেকে আপত্তি আসছিল। সাবিত্রী সে সবে কান না দিয়ে পড়াশোনায় মন দিলেন। ভারতের প্রথম মেয়েদের স্কুল তৈরি হল। এর পর এরকম আরও ১৮টি স্কুল তৈরি হয়।
advertisement
৩) ১৮৪৮ সালে মাত্র ৯ জন ছাত্রী নিয়ে শুরু হয় মেয়েদের স্কুল। সাবিত্রী সেখানে পড়াতেন। মেধাবী ছাত্রীদের বৃত্তি দেওয়া হত যাতে তাঁরা মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয়।
৪) সাতারা জেলার নয়গাওতে এক কৃষক পরিবারে জন্ম সাবিত্রীর।
৫) সাবিত্রী ছিলেন প্রথম মহিলা যিনি রুখে দাঁড়ান বিধবাদের ন্যাড়া করে দেওয়ার প্রথার বিরুদ্ধে।
advertisement
৬) ১৯৯৮ সালে সাবিত্রীবাই ফুলেকে সম্মান জানিয়ে একটি স্ট্যাম্প প্রকাশিত হয়।
৭) যে সব ধর্ষিতা মেয়েরা গর্ভবতী হয়ে পড়েছিলেন তাঁদের সন্তানের জন্ম যাতে ভালো ভাবে হয় সেইজন্য একটি কেয়ার হাব খোলেন সাবিত্রী।
৮) সাবিত্রীর দত্তক পুত্র যশবন্ত ১৮৯৭ সালে একটি চিকিৎসালয় খোলেন, যেখানে প্লেগ আক্রান্তদের চিকিৎসা করা হত।প্লেগ রোগীদের সেবা করতে গিয়েই এই রোগে আক্রান্ত হন সাবিত্রী।
advertisement
৯) সমাজে যাঁদের অচ্ছুৎ বলে গণ্য করা হয় তাঁদের জন্য নিজের বাড়িতে একটি কুয়ো স্থাপন করেন সাবিত্রী।
১০) ফুলে দম্পতি গড়ে তোলেন সত্যসাধক সমাজ। যেখানে কোনও পুরোহিত ও পণ প্রথা ছাড়া বিভিন্ন বর্ণের বিবাহ সাধন হত।
বাংলা খবর/ খবর/ফিচার/
নীরবতায় ঘেরা সাবিত্রীবাই ফুলের মৃত্যুবার্ষিকী, জেনে নিন ভারতের এই প্রথম মহিলা শিক্ষিকার বিষয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement