Home /News /features /
বদলেছে সময়, বেড়েছে দায়িত্ব, তবুও পুজোর আনন্দ আজও অটুট

বদলেছে সময়, বেড়েছে দায়িত্ব, তবুও পুজোর আনন্দ আজও অটুট

চৈত্র নবরাত্রিতে নয় দিন টানা দুর্গার নয় রূপের পুজো করা হয় এবং নিজস্ব প্রথা অনুযায়ী অষ্টমী বা নবমীর দিন রাম নবমী পালন হতে থাকে। এ ছাড়া এ সময় পুজো হয় দেবী অন্নপূর্ণার ৷

চৈত্র নবরাত্রিতে নয় দিন টানা দুর্গার নয় রূপের পুজো করা হয় এবং নিজস্ব প্রথা অনুযায়ী অষ্টমী বা নবমীর দিন রাম নবমী পালন হতে থাকে। এ ছাড়া এ সময় পুজো হয় দেবী অন্নপূর্ণার ৷

হাসিকান্না হীরাপান্নায় আনন্দের চারচারটি দিন ৷ আমার পুজো, তোমার পুজো, সবার পুজো ৷

 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: শুধুই আকাশে বাতাসে পুজোর গন্ধ ৷ ছোটবেলা থেকেই পুজোর মানে চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন ছবি - বাবার দেওয়া নতুন জামা কিংবা পুজোর জামা পুজোয় না পরে পুজোর পরে পরা ৷ হাওয়াই মিঠাই, সন্ধেবেলা বাবা মায়ের হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া, অষ্টমীর অঞ্জলি, নবমীতে মাংস খাওয়া ৷

  ইতিমধ্যেই পাড়ায় পুজোর প্যান্ডেলে বাঁশের আওয়াজ ঠুকঠাক করে কানে বেজে উঠছে নানান সুর ৷ শরতের শিউলি তার মিষ্টি মধুর গন্ধে আকাশ বাতাস মাতিয়ে রেখেছে ৷ প্রতিটি মুহূর্তেই যেন জানান দিচ্ছে পুজোর আর বেশি বাকি নেই ৷

  পুজো আসছে মানেই নিঝুম দুপুরে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে বিশ্রাম না করে পাড়ার প্যান্ডেল বা চৌধুরীবাড়ির পুজোর ঠাকুর দালান ৷ চারিদিকের প্রেমের পরিবেশ-শাড়ি পরে মা কাকিমারা এদিকে ওদিকে ঘুরছেন ৷ ভাতঘুমে চোখ বুজে এলেও চোখ টানটান করে বসে থাকা কখন তাকে দেখতে পাওয়া যায় এই আশায় ৷

  স্কুলের ছুটি, পুজোর মজা, মামাবাড়ি, বন্ধুবান্ধব, মায়ের আদর এই সবকিছুই পুজোর প্রাপ্তি ছিল ৷ পুজোয় মামা বাড়ি মানেই বারেবারে মনে পড়ে কালো বর্ডার দেওয়া লাল মেঝে, লক্ষ্মী ঘিয়ের মিষ্টি গন্ধ, মায়ের হাতের তৈরি কাল কাপড়ের উপর সাদা সূতোয় তৈরি রবীন্দ্রনাথ ৷ বিশ্বভারতীর প্রকাশনায় রবীন্দ্রনাথ, বাবার রবীন্দ্রপ্রীতি ৷

  সেকাল একাল মিলিয়ে আজও পুজো এলে মন চঞ্চল হয়ে ওঠে মনে পড়ে বাবার কথা ৷ কোলে নিয়ে প্যান্ডেলে ঘোরা, হরেক সমস্যার সমাধান এক নিমেষেই ৷ তখনও পুজোর মজা আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে ৷ সময় বদলেছে বেড়েছে দায়দায়িত্ব ৷ হাসিকান্না হীরাপান্নায় আনন্দের চারচারটি দিন ৷ আমার পুজো, তোমার পুজো, সবার পুজো ৷

  First published:

  Tags: Anya Puja 2019, Empowerment, Festival, Maa Durga, আনন্দ, উৎসবের মরশুম, বাঙালির শ্রেষ্ঠ পুজো