হোম /খবর /ফিচার /
পুজোয় ভুয়ো পুরোহিতদের ধরতে শোভাবাজার রাজবাড়িতে চলছে প্রশিক্ষণ

পুজোয় ভুয়ো পুরোহিতদের ধরতে শোভাবাজার রাজবাড়িতে চলছে প্রশিক্ষণ

পেশাদার পুরোহিতরাও স্বীকার করছেন, বাজারে ভুয়ো পুরোহিতদের কথা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মন্ত্র শিখে, মন্ত্র ধরা। না কোনও থিম নয়। শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানে পুজো শেখার নতুন পাঠ। কিন্তু এই পাঠ কেন ? শিক্ষার্থীদের অভিযোগ, ভুল মন্ত্র পড়েই পুজো করে যান অনেক পুরোহিত। তাঁদের ধরতেই এই শিক্ষা। পুজো আসছে। জানান দিচ্ছে শোভাবাজার রাজবাড়ির এই ঠাকুর দালান। প্রতি বছরের মতো এবারও দেবদের বাড়িতে পুরোহিতদের প্রশিক্ষণের আয়োজন করেছিল সর্ব ভারতীয় প্রাচ্যবিদ্যা আকাদেমি। তবে এবার ঠাকুর দালানের ছবিটা একটু অন্যরকম। এই প্রশিক্ষণে এবার যোগ দিয়েছেন অনেক শিক্ষার্থী। তারাও শিখতে চাইছেন পুজোর পাঠ।

    পেশাদার পুরোহিতরাও স্বীকার করছেন, বাজারে ভুয়ো পুরোহিতদের কথা। যজমানদের আস্থা ফেরাতে শিক্ষার্থীদের পাশেই পেশাদাররা। প্রতি বছরের মতো এবারও এই প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন মহিলারা। নকল পুরোহিতদের থেকে মাকে বাঁচাতেই এই প্রচেষ্টা।

    First published:

    Tags: Priest