পেশায় পুলিশের হোমগার্ড, মাছ ধরার জালের সুতো দিয়েই তৈরি করলেন দশভূজা

Last Updated:

হোমগার্ড তিনি পেশায়। আর শখে শিল্পী। এবার তাঁর চমক জাল সুতোর প্রতিমা।

#মালদহ: আনন্দের সুতোয় উ‍ৎসব বোনা হয়। মালদায় জেলা পুলিশের হোমগার্ড বানিয়েছেন সুতোর প্রতিমা। মালদহ পশ্চিম পার্ক বাঘাযতীন ক্লাবের মণ্ডপে এবার নজর কাড়বে জালের সুতোর প্রতিমা।
উলের কাঁটায় প্রতিমা বোনা। প্রতিমা বুনেছেন পুলিশের হোমগার্ড বিষ্ণু সাহা। মাছ ধরার জালের সুতো দিয়ে তৈরি দশভূজা। সুতো লেগেছে ৩৫ কেজি। দশ বছর ধরে মালদহের দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে পুলিশের হোমগার্ডের নাম। হোমগার্ড তিনি পেশায়। আর শখে শিল্পী। এবার তাঁর চমক জাল সুতোর প্রতিমা। খড়ের উপর প্লাস্টার অফ প্যারিসের প্রলেপ দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করেছেন। উলের কাঁটায় জালের সুতো বুনে প্রতিমা তৈরি করেছেন বিষ্ণু সাহা। প্রতিমা উচ্চতায় তেরো ফুট, চওড়ায় ষোল ফুট। হোমগার্ডের তৈরি সুতোর দুর্গায় সাজবে মালদার পশ্চিম পার্ক বাঘাযতীন ক্লাবের মণ্ডপ। এবার থিম বিশ্ব উষ্ণায়ন রোধ। তাতেই বিষ্ণুর হাতের কাজ মুগ্ধ করছে।
advertisement
টায়ার টিউব, কখনও আমের আঁটি, প্লাস্টিক, নারকেল, খবরের কাগজের মত জিনিস দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়েছেন বিষ্ণু। শিল্পের জন্য পেয়েছেন বিশ্ববাংলা শারদ সম্মান। ঝুলিতে এসেছে বেসরকারি শারদ সম্মানও। এবার ভেবেছিলেন তামার তারের দুর্গা করবেন। সামর্থ্যে কুলোয়নি। পরে তামার তারের মত দেখতে মাছ ধরার জালের সুতো ব্যবহার করেন।
advertisement
মণ্ডপে চমক দিতে পুজো উদ্যোক্তাদের ভরসা বিষ্ণু সাহা। উদ্যোক্তারা নিশ্চিত, এবারেও হোমগার্ড শিল্পীর কাজ ভাল লাগাবে।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
পেশায় পুলিশের হোমগার্ড, মাছ ধরার জালের সুতো দিয়েই তৈরি করলেন দশভূজা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement