#কলকাতা: আশৈশব জেনে আসছি, ১ বৈশাখ বাংলা নববর্ষ। কিন্তু অনেক গবেষকদের মতে এটা ভুল তথ্য! তাঁদের দাবি, পয়লা বৈশাখ নয়, শারদোৎসব নববর্ষ প্রবেশের উৎসব।
তাঁদের মতে,ঋকবেদের কালে 'হিম' (শীত) ঋতুতে বর্ষ গণনা শুরু হত। সেই কারণেই, ঋষিরা বছরকে 'হিম' বলতেন। দেবতার কাছে প্রার্থনা করতেন, 'যেন আমরা শত হিম জীবিত থাকি।'
পরে শরৎ ঋতু থেকে আর একটি বছর গণনা শুরু হয়। সেই বছরের নাম 'শরৎ'। বৃহদ্ধর্ম পুরাণে উল্লেখ রয়েছে- 'আশ্বিনাদি মতাঃ মাসাঃ', অর্থাৎ- আশ্বিন থেকে বছরের মাস গোনা শুরু হয়েছে! এই সময় ঋষিরা দেবতাদের কাছে প্রার্থনা করতেন, 'আমরা যেন শত শরৎ জীবিত থাকি।' সংস্কৃত ভাষায় শরৎ শব্দের মানে বছর।
আরও পড়ুন-নববর্ষে বেড়িয়ে পড়ুন কলকাতার কাছেপিঠে! রইল হদিশ
কিন্তু, শরতের কোন সময়ে নববর্ষ শুরু হয়েছিল? গবেষকরা বলছেন, রবির উত্তরায়ণ আরম্ভ থেকে হিম বছরের গণনা শুরু। চান্দ্রমাস শুক্ল প্রতিপদে উত্তরায়ণ আরম্ভ ধরে, এর আটমাস পরে এবং প্রতি মাসে এক তিথি বৃদ্ধি ধরে আশ্বিন শুক্ল অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে শরৎ ঋতুর আরম্ভ ধরা হয়েছে।
বর্ষা-শরতের সন্ধিক্ষণেই দুর্গা পূজার সন্ধিক্ষণ। এইকারণেই দুর্গাপূজায় সন্ধিক্ষণের মাহাত্ম্য। তাঁরা এমনটাও দাবি করেন,
আরও পড়ুন-পয়লা বৈশাখের সঙ্গে বাঙালির কোনও সম্পর্ক নেই, এর সৌজন্যে মহামতী আকবর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga puja's time is originally bengali's nabobarsha, PoilaBoisakh, PoilaBoisakh Features, Poilar Satsotero